Latest Breaking

মানসিক বিপর্যস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রশিক্ষণ


রত্না মিত্রগুপ্ত, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : মানসিক বিপর্যস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রশিক্ষণ দিল একটি সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি দক্ষিণ কলকাতার কসবায় Capricorn Citadel Tower এর Auditorium এ ILLUMINATION - a journey within গ্রুপ একটি অভূতপূর্ব ওয়ার্কশপ আয়োজন করেছিলেন।
এই শিবিরে যোগ দিয়েছিলেন প্রায় তিরিশ জন নরনারী। বিভিন্ন ব‍্যক্তিগত কারনে মানসিক ভাবে বিধ্বস্ত কিংবা সিদ্ধান্ত হীনতার অস্থিরতা রয়েছে এমন ব‍্যক্তিবর্গকে মানসিক ভাবে প্রস্তুত কিভাবে করে তোলা সম্ভব তা হাতে কলমে শেখানো ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য।
বস্তু নিষ্ঠ এবং তথ‍্য ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করতে আমন্ত্রিত অতিথি ছিলেন শ্রী গৌরব মিত্তল, শ্রীমতী দেবারতি মূখার্জী, এ‍্যাডভোকেট শ্রী শঙ্কর রঞ্জন সেন, মনোবিদ শ্রীমতী শর্মিষ্ঠা রায় চৌধুরী প্রমুখ। আত্মিক উপসম কিভাবে হতে পারে এবং সমস্যা সমাধানের পদ্ধতি কি প্রকারে সম্ভব তা বিশদভাবে ব্যাখ্যা করে অংশগ্রহণকারী ব‍্যক্তিবর্গকে নিজ নিজ সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং নিজ নিজ সমস্যা অনুযায়ী প্রতিটি ব‍্যক্তিকে Self-counselling সহ শারীরিক ও মানসিক healing পদ্ধতি হাতে কলমে শেখানো হয়।
বর্তমান আর্থ-সামাজিক কারনে সামাজিক পরিবেশ যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এই নিয়ে নানান লেখা পত্রিকায় প্রকাশিত হয়। তাই এই ধরনের Spiritual Healing এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

No comments