Latest Breaking

পঞ্চায়েতের কায়দায় ভোট হতে চলেছে পূর্ব মেদিনীপুরে !

কলকাতা : নির্বাচনের নামে প্রহসন হচ্ছে পূর্ব মেদিনীপুরে! এমনটাই অভিযোগ করলেন বিরোধীরা। পুলিশের সামনেই হলদিয়ায় ভোট প্রচারে বাঁধা দেওয়া হল কংগ্রেস প্রার্থী  লক্ষ্মণ শেঠকে। পাঁশকুড়ায় প্রচারে এসে বাঁধা পেলেন  বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সিপিএমের পার্টি অফিস  দখল হয়ে গেল, ঠুটো জগন্নাথ হয়ে রইল নন্দীগ্রামের পুলিশ !
প্রচার করতে গিয়ে নেতাদের প্রকাশ্যে এভাবে হেনস্থা করা হলে, কিসের ভরসায় বিরোধী দলের কর্মীরা এজেন্ট হবেন সেই প্রশ্ন উঠছে।
নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে দিয়ে পঞ্চায়েত এর কায়দায় পূর্ব মেদিনীপুরে ভোট হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছে বিরোধীরা।
পূর্ব মেদিনীপুরে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় পুলিশ সুপার অজিত সরকার কে শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
লোকসভা নির্বাচনে এবার  পূর্ব মেদিনীপুরে কমিশন কড়া  পদক্ষেপ নিক এমনটাই দাবী করছে বিরোধীরা।

No comments