প্রতিবন্ধীদের পাশে মুখ্যমন্ত্রী, মমতার সমর্থনে পদযাত্রা
তমলুক : প্রতিবন্ধীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক প্রকল্পের মাধ্যমে একসাথে ২লক্ষ প্রতিবন্ধীর জন্য মানবিক পেনশান চালু করার জন্য দিব্যাঙ্গজন, অভিভাবক, শুভানুধ্যায়ী, দিব্যাঙ্গজনদের কল্যানকামী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে নিমতৌড়িতে এক বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনের আলোচনা সভায় আগামীদিন সারা দেশ জুড়ে দিব্যাঙ্গজনদের কল্যান, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা দেশের প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রীয় সরকার যাতে মানবিক প্রকল্পের ন্যায় মাসিক পেনশানের সুযোগ-সুবিধা মাসিক ৩০০০ টাকা দিতে পারে, সারা দেশের গৃহহীন দিব্যাঙ্গজনদের জন্য বিশেষ গৃহ নির্মান প্রকল্প দিতে পারে, সমবায় ব্যাঙ্কের মাধ্যমে অতি সহজ সরল ভাবে লোন, প্রতিবন্ধীরা তাদের শংসাপত্রের ভিত্তিতে B.P.L -এর সুযোগ সুবিধা পেতে পারে এবং জেলায় জেলায় দিব্যাঙ্গদের জন্য ক্রীড়া-সাংস্কৃতিক চর্চ্চ কেন্দ্র গড়ে তুলতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকা গ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও প্রতি আস্থা রাখা হয় অধিবেশনে। এদিনের অধিবেশনে উপস্থিত প্রতিবন্ধী, অভিভাবক বিভিন্ন কল্যানকামী প্রতিষ্ঠান, শুভানুধ্যায়ী ও প্রতিবন্ধীদের ব্যক্তিগত উন্নয়নে নূন্যতম প্রয়োজনগুলি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেক আগে উদ্বোগী হওয়া প্রয়োজন ছিল বলে আলোচনা করেন। তাই আর দেরি না করে অতিদ্রুত আগামীদিনে প্রতিবন্ধীদের ব্যক্তিগত উন্নয়নে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে হবে।
প্রতিবন্ধকতা ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমন্বয় মঞ্চের আহ্বায়ক যোগেশ সামন্ত এদিনের অধিবেশনে বক্তব্যে বলেন - দীর্ঘদিন ধরে প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিগত রাজ্য সরকারের কাছে প্রতিবন্ধীদের সার্বিক কল্যান ও উন্নয়নে নানান প্রস্তাব দেওয়া হলে বিশেষ ভাবে গুরুত্ব পায়নি। বর্তমানে রাজ্য সরকারের কাছের আমাদের কাছের মানুষ কাজের মানুষ উন্নয়নের কান্ডারী শুভেন্দু অধিকারী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভাবিয়ে এক সাথে প্রতিবন্ধীদের সার্বিক কল্যানে রাজ্যে অতিরিক্ত ২লক্ষ প্রতিবন্ধীর জন্য মানবিক পেনশান মাসিক ১০০০ টাকা চালু করে বিশ্বে এক নজীর সৃষ্টি করেছে শুধু তাই নয় প্রতিবন্ধীদের জন্য ২টাকা কেজি দরে চাল, বিশেষ মেডিক্যাল ক্যাম্প, সহায়ক যন্ত্রের সহায়তা বৃদ্ধির সাথে সাথে প্রতিবন্ধীদের জন্য হোমগুলোর উন্নতি হেয়েছে। ব্যক্তিগত উপকারের সাথে সাথে সাংসদ, বিধায়করাও প্রতিবন্ধীদের সাথে - প্রতিবন্ধীদের পাশে থেকে সহায়তা করছেন। প্রতিবন্ধীদের এই নাহ্য দাবিগুলো গত ২৩শে ফেব্রুয়ারী ২০১৯ নিমতৌড়িতে ডঃ সুশীল কুমার ধাড়া স্মৃতি দিব্যাঙ্গজনদের মিলন মেলায় প্রতিবন্ধীরা মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন জানালে তারাও এই নাহ্য দাবি গুলো পুরনের জন্য সমর্থন জানিয়ে গিয়েছেন। বর্তমান রাজ্য সরকার নতুন আইন কার্য্যকর করার সাথে সাথে আরো এক গুচ্ছ পরিকল্পনা আগামীদিনে বাস্তবরূপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাই প্রতিবন্ধী, অভিভাবক, শুভানুধ্যায়ী, কল্যানকামী, ব্যক্তি, প্রতিষ্ঠান গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে এই জেলায় শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে পুনঃ নির্বাচিত করার ও আহ্বান জানিয়ে শোভাযাত্রা করে। আগামীদিনে দিব্যাঙ্গরা তাদের এই নুন্যতম অতিপ্রয়োজন গুলো যাতে কেন্দ্রীয় সরকার পুরন করতে পারে তার জন্য সারা দেশ জুড়ে জনমত তৈরী, জনপ্রতিনিধিদের কাছে আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনমত তৈরী এবং প্রয়োজনে ঐতিহাসিক তাম্রলিপ্ত শহর থেকে ট্রাইসাইকেলে করে দিল্লী অভিযানের ডাক দেওয়া হয়েছে। সারা রাজ্যের দিব্যাঙ্গ অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ন জানানো হয় এবং কল্যানকামী প্রতিষ্ঠান, ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য আহ্বায়ন জানায় এদিনের বিশেষ অধিবেশন।
আজকের বিশেষ অধিবেশনে রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে দিব্যাঙ্গ ও অভিভাবকদের উপস্থিতি ছিল প্রায় হাজার খানেক। সমিতির সভাপতি শিবরাম ভট্টাচার্য, ভীমসেন মাহাত, রবীন্দ্রনাথ সংগ্রাম, আবুল হোসেন, অনিল পাত্র অনান্য সমাজসেবীবৃন্দ। বিশেষ অধিবেশনে দিব্যাঙ্গ লোকশিল্পী ভীমসেন মাহাত মানবিক প্রকল্প নিয়ে স্ব-রোচিত গান পরিবেশন করে সভায় সরকারের মন জয় করে। এদিনের বিশেষ অধিবেশনের আয়োজন করে ছিল প্রতিবন্ধকতা ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি।

No comments