Latest Breaking

মেশিন ফেরত অভিযান


দেবাঞ্জন দাস, কলকাতা : অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন পশ্চিমবঙ্গ শাখা  এক সাংবাদিক সম্মেলনে রেশন ডিলারদের অভাব অভিযোগ সহ তাদের দাবিদাওয়া সম্পর্কে জানান।

উপস্থিত সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দাবী করেন -
# চাল গম চিনির ক্ষেত্রে কুইন্টাল প্রতি ২৫০ টাকা হারে কমিশন দিতে হবে।
# রেশনডিলারদের নূন্যতম ত্রিশহাজার টাকা মাসিক আয়ের গ্যারান্টি দিতে হবে।
# বিগত সারে তিন বছরের ১৬টাকা হারে বকেয়া কমিশন পরিশোধ করতে হবে।
# এম আর এলাকায় ধারাবাহিকভাবে বরাদ্ধের থেকে কম আটা সরবরাহ করা যাবে না।
# বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আধারিকরনের দ্বায়িত্ব রেশনডিলারদের উপর চাপিয়ে দেওয়া যাবে না।
# হ্যান্ডেলিং লস প্রথা তুলে দিতে হবে।
সহ আরো কিছু দাবীতে আগামী ২রা জুলাই কলকাতার খাদ্যভবনে ইপস ও স্ক্যানার মেশিন ফেরৎ অভিযান করবেন।
তিনি বলেন এই রাজ্যে ২০,২৭৮টি রেশন ইপস মেশিন ও স্ক্যানার আছে । তারা সবাই যে এই অভিযানে সামিল হবেন ।
এই ফেরৎ অভিযান যে সম্পূর্ণ শান্তিপুর্ণ হবে তা তিনি দাবী করেন।
 রাজ্য স্তরের তাদের সহযোগী সংগঠন হল - ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এসোসিয়েশন
অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন
বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন
পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী এম আর ডিলার্স এসোসিয়েশন

No comments