Latest Breaking

কাটমানি নিয়ে বাজার সরগরম,নষ্ট হচ্ছে বাংলার সুনাম

তরুণ চট্টোপাধ্যায়, কলকাতা : কাট মানি নিয়ে বাজার সরগরম। নিজেরাই কাদা ছেটাচ্ছে নিজেদের গায়ে। চারিদিকে একটা দমবন্ধ পরিবেশ। উন্নয়ন থমকে গেছে এই ইস্যুতে । এতদিন অবাধে নেতারা কাট মানির ব্যাবসা চালিয়েছে।সকলেই জানতো। দল সব জেনেও চুপচাপ ছিল।দিদির একটি উক্তি তেই এখন বাজার গরম।
সাধারন মানুষ কিন্তু এ নিয়ে খুব বেশি  মুখ খুলতে নারাজ।কারন মানুষ চায় দেশের মঙ্গল ।প্রতিদিন এই ছবি দেখে কি লাভ।এর থেকে যিনি টাকা নিয়েছেন দল তাকে ক্ষমতার বৃত্ত থেকে দূরে সরিয়ে দিক। সেই মানুষ কে সামনে আনুক যার স্বচ্ছ ভাবমূর্তি আছে সমাজে। কিন্তু তা তো কোন দলই করছে না।আইন মোতাবেক রাজ্য না চললে সকলের বিপদ।
আই এ এস, আই পি এস দের দলদাসে পরিনত করার খেলা বন্ধ হোক।আমি জানি এদের মধ্যে অনেকেই কাজ করতে চান দেশের সংবিধান মেনে।কিন্তু বার বার চাপ সৃষ্টি করা হলে তাঁদেরও করার কিছু থাকে না।শুধু এরাই বা কেন সব জায়গায় সব পজিশনে যদি দল মাথা ঘামায় তাহলে সুস্থ কাজের পরিবেশ কোথাও থাকেনা।
সব কাজের জায়গা তেই আইন আছে।সেই আইন মেনে চললে অসুবিধা হবার কথা নয়।যারা কাট মানি খেয়েছে বলে আজ এত হৈ চৈ।এখন দেখতে হবে সেখানে আইন মোতাবেক কাজ হয়েছে কিনা।সরকারী সমস্ত কাজ হয় নানা নিয়ম মেনেই।সেখানে দলের ক্ষমতা দেখিয়ে নিশ্চয় নিয়ম ভাঙা হয়েছে।আর সেই নিয়ম ভাঙার খেলায় অনেকেরই হাত থাকতে পারে।সেগুলিকে আগে পরিস্কার করতে হবে।নতুবা সরষের ভিতরের ভূত তাড়ানো যাবে না।
পরিশেষে বলি সব কাজেই নজরদারি থাকা দরকার।স্বাধীনতার পর থেকেই এই কাট মানি চলে আসছে বিভিন্ন দশকে বিভিন্ন মোড়কে। কিন্তু এতো খুল্লামখুল্লা কখনো হয়নি।ধরা পড়েছে।কখনো দোষী কখনো নিরদোষের শাস্তি হয়েছে।যেমন অনেক সময় ওপরতলার অফিসার ফোনে নির্দেশ দেন।আর তা মান্যতা দিতে গিয়ে নিচুতলার কর্ম চারি বিপদে পড়েন।
যাইহোক কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তা করা উচিত।যা চলছে তা কাম্য নয়।এতে করে বাংলার কালচার ধ্বংস হচ্ছে
 অন্য রাজ্যে মিডিয়ার দৌলতে যে মেসেজ যাচ্ছে তা কখনোই সুখকর নয়।এ ভাবে চলতে থাকলে আমাদের রাজ্যের বাইরে থাকা ছেলেমেয়েরা এ রাজ্যে ফিরতে ভয় পাবে।
এ যেন এক উৎসবের চেহারা নিয়েছে।টেলিভিশন খুললেই খবর কাট মানি আদায়ে ক্ষিপ্ত জনতা।কি চলছে এটি।দেশের প্রশাসন কি তলানিতে।
কেউ যদি সম্পদ বাড়ায় অন্যায় ভাবে তার কাছ থেকে সেই হিসাব বহির্ভূত সম্পদের হিসাব নেবার জন্য সরকারী ব্যবস্থা রয়েছে।এক দলের বাড়িতে আর এক দলের হাঙ্গামা কি করে হতে পারে।তাহলে তো সুস্থ নাগরিক জীবন কোথায় ।মানুষ প্রশাসনের দরজায় যায় সু বিচার পেতে।কিন্তু এ রাজ্যে কি আমরা সে ছবি দেখতে পাচ্ছি ।
তাই বিনীত অনুরোধ আইন মেনে কাজ করুন।আইন নিজেদের হাতে নিয়ে কাজ করার নাম বিশৃঙ্খলা।সেটি বেশিদিন চলতে পারে না।দেশের সুস্থতা এতে বিঘ্নিত হয়।
কাট মানি বন্ধ হোক আমরা সবাই চাই।কিন্তু তা সুস্থ পথ ধরে আইনের মর্যাদা রেখে।
সাধারন মানুষ চায় সর্বত্র সুস্থ পরিবেশ বজায় থাকুক।কিন্তু কাট মানির দৌলতে সে পরিবেশ বার বার বিঘ্নিত।এখনতো ঘুম ভেঙেছে।
সিন্ডিকেট প্রমোটার রাজ এসব বন্ধ হোক।বাংলা আবার সব রাজ্যকেই পথ দেখাক।ধন্য আশা কুহকিনী নয়।আশাতেই তো আমরা বাঁচি।সেই আশা কে ভরসা করে আমরা এগিয়ে চলি অভিষ্ট লক্ষ্য পথে।
বন্ধ হোক সমস্ত অন্যায়।নাগরিক জীবন হোক পরিচ্ছন্ন ।আমরা আবার জগত সভায় শ্রেষ্ট আসনে।🏻👇🏻

No comments