মেদিনীপুর সমন্বয় সংস্থার বার্ষিক সম্মেলন, নতুন সম্পাদক হলেন শ্যামাপদ জানা
মানসী হাজরা, কলকাতা : কর্মসূত্রে জেলার গন্ডি পেরিয়ে রাজ্যের বা দেশের বিভিন্ন প্রান্তে, বা বিদেশে রয়েছেন অবিভক্ত মেদিনীপুর জেলার বাসিন্দারা । তাদের সবার সঙ্গে সেতু বন্ধন করে চলেছে মেদিনীপুর সমন্বয় সংস্থা! যোগাযোগ বাড়ানোর জন্য তৈরি হয়েছে 22 টি ইউনিট। মেদিনীপুর এর বাইরে হাওড়া, সাঁতারাগাছি, বিধাননগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং রাজ্যের বাইরে বাণিজ্য নগর মুম্বই ও রাজধানী শহর দিল্লি আঞ্চলিক ইউনিট গঠন করে যোগাযোগ এর ক্ষেত্র বাড়িয়ে তুলেছে মেদিনীপুর সমন্বয় সংস্থা।
গত 22 জুন 2025 শ্যামবাজারে বীরেন্দ্র মঞ্চে মেদিনীপুর সমন্বয় সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মেদিনীপুর সমন্বয় সংস্থার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন বিদায়ী সম্পাদক রতিকান্ত মালাকার । মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক প্রণবেশ জানা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
আগামী দুই বছর এর জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। মন্মথনাথ দাস পুনরায় সভাপতি হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন শ্যামাপদ জানা। ( ছবিতে ডান দিকে গোলাপি জামা)
ছবি: অমিত কুমার সাহু
মেদিনীপুর সমন্বয় সংস্থার পরবর্তী কার্যনির্বাহী কমিটি (২০২৫ - ২০২৭) :
● সভাপতি : মন্মথনাথ দাস
▪︎ কার্যকরী সভাপতি : শিখা মাইতি
● সহ সভাপতিগণ :
• অধ্যাপক (ডঃ) গোবিন্দ চন্দ্র মাইতি
• অধ্যাপক হৃষীকেশ পড়িয়া
• শান্তিপদ দাস
• মানস কুমার রায়
• হরিপদ পাত্র
• সুমন নারায়ণ বাকরা
• অমিয় কুমার মাইতি
● সাধারণ সম্পাদক :
অধ্যাপক শ্যামাপদ জানা
● যুগ্ম সম্পাদকগণ :
• সুরপতি প্রধান
• চঞ্চল সাহু
• সুব্রত কুমার মাঝি
• ডাঃ অরূপ দাস
• অধ্যাপক (ডঃ) শিলাদিত্য সৎপথী
• মৃত্যুঞ্জয় খাটুয়া
• সংলাপ মাইতি
• শিউ মাইতি
● কোষাধ্যক্ষ : সলিলাক্ষ রায়
▪︎ সহকারী কোষাধ্যক্ষ :
শুভ্র চন্দ্র আচার্য
● মাননীয় সদস্যগণ : -
• রাজকুমার মাইতি
• রতিকান্ত মালাকার
• বিশ্বজিত বেরা
• গুরুপ্রসাদ জানা
• অমিয় কোলে
মুম্বই আঞ্চলিক ইউনিট এর কার্যকরী সভাপতি সুবল চন্দ্র বর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন, মতান্তর, মনান্তর, গঠনধর্মী সমালোচনা ইত্যাদির বাস্তবতাকে সঙ্গে নিয়ে সকলের মধ্যে ঐক্য, অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার বাতাবরণ অম্লান রেখে আমাদের প্রিয় মেদিনীপুর সমন্বয় সংস্থাকে তার আদর্শের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন আমাদের মাননীয় নবনির্বাচিত সদস্যবৃন্দ।


No comments