সাংসদরা মাঝে মধ্যে ট্রেনে চড়ুন, তবেই বুঝবেন জনগণের সমস্যা !
খড়গপুর : দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভ বেড়েই চলছে। টাইম টেবল মেনে ট্রেন চলেনা, এই অভিযোগ দীর্ঘদিনের। এখন রেলের ওভারব্রিজ দিয়ে ওঠানামা করতে গিয়ে যাত্রীরা তিতি বিরক্ত । নতুন ওভারব্রিজের উচ্চতা বেড়েছে, কিন্তু বেশিরভাগ স্টেশনে লিফট নেই। পুরানো ওভারব্রিজে দুটো সিঁড়ি ছিল। নতুন ওভার ব্রিজে একটি সিঁড়ি। ভিড় এড়াতে ওভারব্রিজে না গিয়ে রেল লাইন পেরোতে গিয়ে মাস কয়েক আগে পাঁশকুড়া স্টেশনে কাটা পড়েছিল এক যুবক।
নিয়মিত রেলে করে যাতায়াত করেন এক যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন,"সাংসদরা মাঝে মধ্যে ট্রেনে চড়ুন, তবেই বুঝবেন জনগণের সমস্যা !"
সৌমিত্র দত্ত নামে এই যাত্রী পরিসংখ্যান দিয়ে ক্ষোভের সঙ্গে বলেন," গত বেশ কয়েক বছরেরেল যাত্রীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লোকাল ট্রেনের কামরা 7টা থেকে বেড়ে 12টা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের প্রতিটি স্টেশনে ওভার ব্রিজ আর আয়তন ও উচ্চতা বেড়েছে। আগে ওভার ব্রিজ থেকে ওঠা নামার জন্য আগে দু দিকে দুটো সিঁড়ি ছিলো । এখন নতুন ওভারব্রিজে এক দিকে সিঁড়ি,! ঠাসা ভিড়ে দীর্ঘ উচ্চতার ওভার ব্রিজে ওঠা নামা করা যে কতটা কষ্টকর রেল যাত্রীরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। "
তিনি আরো বলেন "জনগণের সুবিধা অসুবিধা নিয়ে যাদের খোঁজ খবর রাখার কথা সেই জনপ্রতিনিধি সাংসদরা আজকাল ট্রেনে যাতায়াত করেন না। ফলে সমস্যা অনুধাবন করতে পারেননা। বেশ কিছু বছর আগে লোকাল ট্রেনে প্রথম শ্রেনীর একটি কামরা ছিল। বিধায়ক, সাংসদরা রেলের পাশ পেতেন, সেই পাশ নিয়ে লোকাল ট্রেনে যাতায়াত করতেন। এখন ছোট ছোট জনপ্রতিনিধিদের বড় বড় গাড়ি ! এনাদের কেউ আজকাল লোকাল ট্রেনে চড়েন না, একারণে লোকাল ট্রেন থেকে প্রথম শ্রেনীর কামরাটাই তুলে দেওয়া হল ! "
পাঁশকুড়া স্টেশনে তোলা নিজস্ব চিত্র ।

No comments