রক্তের হোলি খেলতে চাই না, ফুলের হোলি চাই : মমতা
রত্না মিত্র গুপ্ত, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : আমরা রক্তের হোলি খেলতে চাই না, ফুলের হোলি চাই।, দোল উপলক্ষে মঙ্গলবার আন্তর্জাতিক মাড়োয়ারি ফেডারেশন আয়োজনে নজরুল মঞ্চে এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিনের অনুষ্ঠানে উপউপস্থিত ছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন ‘‘আমরা সেই ধর্মে বিশ্বাস রাখি না, যা রাজনীতির রং চড়িয়ে রক্তের হোলি খেলে। আমরা রক্তের হোলি খেলতে চাই না, আমরা ফুলের হোলি চাই।’’
বিজেপির নাম না ধরে মমতা প্রশ্ন তোলেন, ‘‘কেউ কেউ দিল্লি থেকে এসে বলেন, এখানে দুর্গাপুজো হয় না। এটা কি সত্যি কথা? কতগুলো হয়? আমি মাড়োয়ারি ভাইবোনেদের জিজ্ঞাসা করছি— কতগুলো হয়? ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় কি না? নবরাত্রি হয় কি না? ছট পুজো হয় কি না? তা হলে এরা কারা? দেশে তো অনেক মন্দির রয়েছে। কটা হয়েছে? একটা রামমন্দিরও তো বানাতে পারেননি। শুধু নির্বাচনের ইস্যু বানিয়েছেন। ‘আমি জিজ্ঞাসা করতে চাইব, আপনারা কখনও পুজো করেন। শুধু একটা সিঁদুরের তিলক কাটলেই পুজো হয় না। পুজোর মন্ত্রের কম্পিটিশন হোক। অমিতবাবু এবং মোদীবাবু, চলে আসুন আমার সঙ্গে। কে কত সংস্কৃত মন্ত্র জানেন, আমি দেখাচ্ছি।’’
ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপিতে যোগ দান করার পর হিন্দিভাষী ভোটব্যাঙ্কের ভাঙন রোধে ইতিমধ্যেই তৃনমুলের হিন্দি সেল কে উজ্জিবিত করার জন্য সংগঠনকে পূনর্গঠন করা হয়েছে। দলীয় সুব্রত বক্সীর তত্ত্বাবধায়নে হিন্দি সেলের প্রধান উপদেষ্টা হয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী দীনেশ বাজাজ, সভাপতি হয়েছেন শ্রী মনি প্রসাদ সিং এবং আহ্বায়ক হয়েছেন শ্রী রাজেশ সিনহা।
এ দিন গিরীশ পার্কে জোড়াসাঁকো বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস রং উৎসবের আয়োজন করে। কেবলমাত্র হিন্দি ভাষী ভোট টানার জন্য এই রং উৎসব অনুষ্ঠিত হবে তা মানতে নারাজ উঃ কলকাতার তৃনমুল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী। তার মতে গত বছর থেকেই এই উৎসব গিরীশ পার্কে হচ্ছে, তাই এর সাথে ভোটের রাজনীতিকে মিশিয়ে দেয়া উচিত নয়।
এ দিনের অনুষ্ঠানে উপউপস্থিত ছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু প্রমুখ।
বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন ‘‘আমরা সেই ধর্মে বিশ্বাস রাখি না, যা রাজনীতির রং চড়িয়ে রক্তের হোলি খেলে। আমরা রক্তের হোলি খেলতে চাই না, আমরা ফুলের হোলি চাই।’’
বিজেপির নাম না ধরে মমতা প্রশ্ন তোলেন, ‘‘কেউ কেউ দিল্লি থেকে এসে বলেন, এখানে দুর্গাপুজো হয় না। এটা কি সত্যি কথা? কতগুলো হয়? আমি মাড়োয়ারি ভাইবোনেদের জিজ্ঞাসা করছি— কতগুলো হয়? ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় কি না? নবরাত্রি হয় কি না? ছট পুজো হয় কি না? তা হলে এরা কারা? দেশে তো অনেক মন্দির রয়েছে। কটা হয়েছে? একটা রামমন্দিরও তো বানাতে পারেননি। শুধু নির্বাচনের ইস্যু বানিয়েছেন। ‘আমি জিজ্ঞাসা করতে চাইব, আপনারা কখনও পুজো করেন। শুধু একটা সিঁদুরের তিলক কাটলেই পুজো হয় না। পুজোর মন্ত্রের কম্পিটিশন হোক। অমিতবাবু এবং মোদীবাবু, চলে আসুন আমার সঙ্গে। কে কত সংস্কৃত মন্ত্র জানেন, আমি দেখাচ্ছি।’’
ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপিতে যোগ দান করার পর হিন্দিভাষী ভোটব্যাঙ্কের ভাঙন রোধে ইতিমধ্যেই তৃনমুলের হিন্দি সেল কে উজ্জিবিত করার জন্য সংগঠনকে পূনর্গঠন করা হয়েছে। দলীয় সুব্রত বক্সীর তত্ত্বাবধায়নে হিন্দি সেলের প্রধান উপদেষ্টা হয়েছেন প্রাক্তন বিধায়ক শ্রী দীনেশ বাজাজ, সভাপতি হয়েছেন শ্রী মনি প্রসাদ সিং এবং আহ্বায়ক হয়েছেন শ্রী রাজেশ সিনহা।
এ দিন গিরীশ পার্কে জোড়াসাঁকো বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস রং উৎসবের আয়োজন করে। কেবলমাত্র হিন্দি ভাষী ভোট টানার জন্য এই রং উৎসব অনুষ্ঠিত হবে তা মানতে নারাজ উঃ কলকাতার তৃনমুল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী। তার মতে গত বছর থেকেই এই উৎসব গিরীশ পার্কে হচ্ছে, তাই এর সাথে ভোটের রাজনীতিকে মিশিয়ে দেয়া উচিত নয়।

No comments