Latest Breaking

শরনার্থীদের নিয়ে পাঁচটি তথ‍্যচিত্র


রত্না মিত্র গুপ্ত, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : বাস্তুহারা হয়ে আশ্রয়ের খোঁজে নানান বয়সের মহিলারা আতঙ্কের মধ্যে শিশু সন্তান সহ পালাতে বাধ‍্য হচ্ছেন নিরাপদ আস্তানার ঠিকানার সন্ধানে ... এমন চিত্র দেশভাগের সময় আমাদের কাছে খুবই পরিচিত ছিল। কিন্তু এতবছরেও বার বার এই ছবি ফিরে আসছে বাস্তবের দুনিয়াতে।ছন্দিতা মুখার্জির ভাবনায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শরনার্থীদের নিয়ে পাঁচটি তথ‍্যচিত্র তৈরি করেছেন পাঁচ জন নবীন মহিলা পরিচালক। এই কাজে তাদের সহযোগিতা করেছে International Association of Women and Television এবং  South Asian Women in Media (সোয়াম) শনিবার কলকাতা প্রেস ক্লাবে দেখানো হল পাঁচ মহিলা পরিচালকের পাঁচটি তথ‍্যচিত্র।তিব্বতীয় মহিলাদের উপর তথ‍্যচিত্রটির নির্দেশনা দিয়েছেন আফরা সফিক। তিউনিসিয়ার একটি সিরিয় উদ্বাস্তু পরিবারের সংগ্রাম কে নিয়ে ছবি করেছেন খেদিচা লেমকেছ। ফিলিপিন্সের বাস্তুহারা এক মহিলাকে কেন্দ্র করে ছবি করেছেন এরিকা রে ক্রূয়েজ।অর্চনা কাপুর এবং ছন্দিতার ছবির উপজীব্য বিষয় হলো ভারতের রোহিঙ্গা নারীরা।কানাডার মাটিতে উদ্বাস্তু সিরীয় মহিলাদের বেঁচে থাকার লড়াই কে তুলে ধরেছেন আনন্দী ব্রাউনষ্টেইন।
প্রসঙ্গত উল্লেখ্য যে মহিলা সাংবাদিকদের সংগঠন " সোয়াম" এর সাথে যুক্ত রয়েছেন ' সার্ক' গোষ্ঠীর সদস‍্যভুক্ত  নানা রাষ্ট্রের চিন্তাশীল সাংবাদিকেরা।সারা বছর ধরে মহিলা কেন্দ্রীক বিভিন্ন রকম অন‍্য ধরনের ভাবনা রূপায়ণের চেষ্টা করে "সোয়াম" । এই সংস্থার কর্ত্রী হলেন কলকাতার ABP গোষ্ঠীর স্বাতী ভট্টাচার্য।

No comments