দূষণ ঠেকাতে প্লাসটিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের দাবী
অর্পিতা বিশ্বাস,কৃষ্ণনগর : নদীয়া জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় সম্প্রতি আয়োজিত হয়ে গেল পরিবেশ মেলা । ঘূর্নির মৃওিকা ভবনে মেলা উদ্বোধন করেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু । বক্তব্যে সভাধিপতি বলেন —মনে প্রানে পরিবেশ দিবসটাকে গ্রহণ করতে হবে , আগামী প্রজন্মের জন্য । চারদিকে দূষণ কিভাবে বেড়েছে । কত মানুষ আক্রান্ত হচ্ছে এই দূষণে । বিশেষ করে শহরের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে । তিনি আর ও বলেছেন যে আমাদের শারীরিক পরিকাঠামো দেশের সমাজে যেটা প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না । দুর্বল হয়ে যাচ্ছি । সেই জায়গায় সার্বিক ভাবে পরিকাঠামোকে আগামী প্রজন্মটাকে সুস্থ সবল রাখার জন্য এবং তাদের যাতে কোন অসুবিধা না হয় ,তারা যাতে ভাল এবং সুস্থভাবে বাঁচতে পারে সেই পরিবেশটা তৈরি করতে হবে । এই পরিবেশ মেলায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ,অতিথিবৃন্দ, এছাড়া ও নদীয়া জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাএ ছাএীরা । উপস্থিত কৃষ্ণনগর সদর মহাকুমা শাসক বক্তব্যে বলেছেন —পরিবেশকে সুন্দর রাখার জন্য শপথ উচ্চারণ করতে চাই । আর সেই শপথটি হল - আজকে থেকে কেউ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করব না । চারপাশের সবাইকে এই ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য অনুরোধ করব । আমরাই পারি এটা করতে । মহাকুমা শাসক এবং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অভিযান চালাতে পারি । কিন্তু যদি আমরা সচেতন না হই ,তাহলে এটা কখনই করতে পারব না। ব্যবহার যদি না করি তাহলে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ হবে ।

No comments