"নারী একাই পরিপূর্ণ আকাশ"
সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা : আন্তর্জাতিক নারী দিবসে, একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান-'সুন্দর এই এল দ্বারে' গতকাল অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে, আয়োজনে দমদম ছন্দক। নারী দিবসকে সামনে রেখে শিল্পীরা উপস্থাপনা করলেন একক ও সন্মেলক আবৃত্তি, শ্রুতি- অভিনয়। সমগ্র অনুষ্ঠানের মূল সুরটি বাঁধা ছিল নারীকে কেন্দ্র করেই।
অনিতা গুপ্তর পরিচালনায়, বেণীআসহকলা-র সন্মেলক আবৃত্তি ' আমিই সেই মেয়ে ' যথেষ্ট প্রশংসার দাবী রাখে। পাপিয়া চক্রবর্তীর পরিচালনায়, দীক্ষা নিবেদিত 'দাও ফিরে সে ছেলেবেলা' প্রশংসনীয়। একক আবৃত্তিতে নন্দিতা চক্রবর্তী পাঠ করলেন কবি কৃষ্ণা বসুর লেখা 'মেয়ে মানুষের লাশ ' যা আজকের সামাজিক পরিস্থিতিতে নারীর অবস্থান প্রসঙ্গে যথেষ্ট অর্থবহ। এছাড়া সুস্মিতা কুমার, অরুণা ব্যানার্জি, কাকলি ঘোষাল প্রমুখের আবৃত্তি নজর কাড়ে। আবহে শান্তনু ব্যানার্জি অনবদ্য, সংযোজনায় তপন ঘোষাল যথাযথ।
অনুষ্ঠানের পৌরহিত্য করেন সাংস্কৃতিক সংগঠন দমদম ছন্দকের সভাপতি অমরেন্দ্রনাথ দাস। উপস্থিত ছিলেন স্বনামখ্যাত বাচিক শিল্পী উর্মিমালা বসু ও বিশিষ্ট সংগীত শিল্পী সাহানা বক্সী। ছন্দকের পক্ষ থেকে পুস্পস্তবক ও মানপত্র দ্বারা অতিথিদ্বয়কে সম্মান জানানো হয়। অনুষ্ঠান প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখতে উঠে উর্মিমালা বসু বলেন যে, মেয়েরা আগের থেকে অনেক স্বাবলম্বী হয়েছে, নিজেরা স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত নিয়ে মাথা উঁচু করে বাঁচছে। তাঁর কথার সূত্র ধরে সাহানা বক্সী বলেন যে, প্রয়োজনে একটি মেয়ে একাই দশভুজা হয়ে সমস্ত পরিস্থিতি সামাল দিতে পারে, সেক্ষেত্রে প্রতিটি দিনই নারী দিবস। তাঁদের সম্মিলিত বক্তব্যের মধ্যে থেকে যে মূল নির্যাসটুকু উঠে আসে তা হল-"নারী একাই পরিপূর্ণ আকাশ।।"


No comments