Latest Breaking

স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ


দেবাঞ্জন দাস, কলকাতা:  এক সাংবাদিক সম্মেলনে স্টুডেন্ট ম্যানিফেস্টো প্রকাশ করল স্টুডেন্ট ইসলামিক অরগানাইজেজেশন অফ ইন্ডিয়া র পশ্চিমবঙ্গ শাখা । রাজ্য সভাপতি ওসমান গনি বলেন, "ভোটদাতাদের মধ্যে ছাত্র এবং যুবকদের সংখ্যা কিছুকম নয়।এবং এরা হচ্ছে সমাজের ও আগামী দিনের ভবিষ্যত ।অতয়েব সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আমাদের দাবী যে ছাত্রযুবকদের কল্যাণ,উন্নতি ও নিরাপত্তা সহ বহু বিষয়কে সুনিশ্চিত করতে হবে ।" এদিন তিনি কিছু গুরুত্বপুর্ণ দাবী গুলি সাংবাদিকদের সামনে পেশ করেন।
তাদের মুল দাবিগুলি হল-
- অভিভাবকদের মধ্যে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বৃদ্ধি করতে হবে।
- শিক্ষাব্যবস্থাকে সহজলভ্য করে তুলতে হবে।
- শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে।
- তামাক এবং মাদকাসক্ত বিরোধী আইনকে কঠোর ভাবে বাস্তবায়ন করতে হবে।
- যুব সম্প্রদায়ের কর্মসংস্থান এর ব্যবস্থা করতে হবে।
স্কুলের পরিকাঠামোর উন্নতি করতে হবে।
ব্যক্তির গোপনীয়তা জাতে কোনো ভাবেই খর্ব ন হয় সে ব্যপারে লক্ষ্য রাখতে হবে।
উচ্চশিক্ষার জন্য UGC কে একটি স্বশাসিত সংস্থা হিসাবে বহাল রাখতে হবে।

No comments