মেয়ের স্মৃতিতে মা গড়ে তুলেছেন "পিয়ালী বূটিক "
অর্পিতা বিশ্বাস, কৃষ্ণনগর : ২০১২ সালে এই প্রতিষ্ঠাণটি শুরু করেছিলেন কৃষ্ণনগরের “পিয়ালী বূটিকের” জয়লেখা দেবী । তিনি এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । জয়লেখা দেবী জানালেন — সময় কাটানোর জন্য এটাকে বেছে নিয়েছি ঠিকই ,কিন্তু এর কারনও আছে।
মেয়ে মারা যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, মেয়ে যেন আমাদের মধ্যে স্মৃতি হয়ে থাকে সেই জন্যই তারই নামে এই “পিয়ালী বূটিক “। আমি ৭ বছর এই পেশায় যুক্ত আছি । এটাকে আমি এককভাবে গড়ে তুলেছি । ছোটবেলা থেকেই ছোটখাটো ব্যবসা করতাম । চাকরি পেলেও শ্বশুরবাড়ি থেকে করতে দেবেন না বলেই এই পেশায় এসেছি ।
উদ্যোগপতি জানালেন —এই পেশায় আমি পুরোটাই সন্তুষ্ট । নতুন কিছু করার পরিকল্পনা তো রয়েছেই - এই ব্যবসার পাশাপাশি অনলাইন ব্যবসা করার ইচ্ছা আছে । আমার বয়স ৬১বছর ,শিক্ষাগত যোগ্যতা বি এসসি ।
জয়লেখা দেবী জানালেন —পেশার পাশাপাশি আগে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম এখন আর যুক্ত নেই । সারাদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাজে যুক্ত থাকতে হয়।
আমার বউমা সাহায্য করেন । কাজের মধ্যে থেকেই এনার্জি আসে । পাঁচজন খদ্দেরের সাথে কথা বলে মনকে সতেজ রাখেন । বাড়িতে স্বামী ,ছেলে ,বউমা আছেন । তাদেরকে সবসময়ই কাজের মধ্যে থেকেই সময় দেওয়া হয় । তারা সত্যিই খুব খুশি । অবসর সময়ে তিনি গল্পের বই পড়েন টিভি দেখেন ।
তিনি জানালেন —নতুনরা যদি এই পেশায় আসতে চাই তাহলে তাদের আগে কাজটা শিখতে এবং জানতে হবে । আর এই ধরনের পেশায় টাকা লাগবেই । এখন তো ব্যাঙ্ক ব্যবসার জন্য লোন দিচ্ছে । ব্যাঙ্কে তাদের যোগাযোগ করতে হবে । আর এই কাজ যেখানেই শিখবে সেখানেই তাদের পরামর্শ পাবে । অর্থ উপার্জনের পাশাপাশি কাজের প্রতি অগাধ ভালবাসা আছে বলেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ।

No comments