লড়াই করে উদ্যোগপতি
অর্পিতা বিশ্বাস, নিউজ বেবেঙ্গল টুডে, কৃষ্ণনগর : অর্থনৈতিক সমস্যা কাটিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৃষ্ণনগরের “প্রতিভা জুয়েলারী”র সুশান্ত কুমার সাহা । ৩৫ বছর লড়াই করে তিনি উদ্যোগপতি হয়েছেন । সুশান্ত বাবু জানালেন — শিল্পীর সঙ্গে যুক্ত বলে এবং ভালো লাগার কারনে এটাকে বেছে নিয়েছি । আমি এটাকে এককভাবে গড়ে তুলেছি । ৩৫ বছর যুক্ত আছি । এই পেশায় ২০জনের কর্মসংস্থান হচ্ছে । ছোটবেলা থেকে উদ্যোগী ছিলাম বলে ,আর অর্থনৈতিক দিক খারাপ থাকায় মাধ্যমিক পাশ করেই এই ব্যবসার হাল ধরেছি । আমার বয়স ৫২বছর । এই পেশায় পুরোটাই সন্তুষ্ট ।
সুশান্ত বাবুর সখ — গল্পের বই পড়া ,এছাড়া ও ক্লাব , এনজিও ,স্বেচ্ছাসেবী সংগঠন , সাংস্কৃতিক ,সাহিত্য বা অন্য জগতের সঙ্গে যুক্ত আছেন । সারাদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজে যুক্ত থাকতে হয় ।ছেলে এই কাজে সাহায্য করে । খরিদ্দারকে সন্তুষ্ট করার জন্য এনার্জি আসে । প্রাতঃভ্রমন করে মনকে সতেজ রাখেন । ক্যারাম খেলতে ও খুব ভালবাসেন । বাড়িতে —মা ,স্ত্রী,ছেলে ,মেয়ে আছেন । কাজের মধ্যে থেকেই তাদের সময় দেন।
সুশান্ত বাবু জানালেন —একঘেয়েমি এসে গেলে পরিবার কে নিয়ে দূরভ্রমনে(পাহাড়) বেড়াতে যান। ব্যবসায়িক সময় ,নিজের জন্য সময় ,পরিবারকে সময় দেওয়া সবকিছুই আমার দ্বারা সম্ভব হয় । তারা সবাই খুশি ।
নতুন যারা এই ব্যবসায় আসবে তাদের বেশিরভাগ সময়টা ব্যবসায় যুক্ত থাকতে হবে তাহলে আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাবে । উৎসাহী যারা তাদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে । মনের জোর এবং নিজের পরিশ্রমের মাধ্যমে মান পাওয়া যাবে এবং সহায়তায় তারা এগিয়ে যাবে । তিনি জানালেন — শুধু অর্থ উপার্জনের জন্যই নয়, তার পাশাপাশি প্রতিষ্ঠানের সম্মান এবং অন্যদের ভালবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ।

No comments