বহুতলের চাপে সমস্যায় জর্জরিত ভবানীপুর
অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতা: ভবানীপুরে বিনয় বোস রোডকে কেন্দ্র করে যদি একটি বৃত্ত কল্পনা করা যায় তবে গোলমাঠ, রমেশ মিত্র রোড, বেলতলা রোড, মহেন্দ্র রোড সবই সেই বৃত্তের অন্তর্ভুক্ত হবে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই গৃহস্থ বাড়ীগুলি পুরসভার সরবরাহ করা জলের চাপ অত্যন্ত কম।এর অন্যতম কারন জনাধিক্য। এছাড়াও এলাকার উচু বহুতল বাড়িগুলি তাদের সরবরাহ পাইপের মুখের ফে-রুল ভেঙ্গে দিয়ে সম্পূর্ণ বেআইনী ভাবে বড় পাম্পের সাহায্যে পুরসভার জল টেনে নিচ্ছে তাদের রির্জাভারগুলিতে। সংশ্লি ষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার নাগরিকদের পক্ষ থেকে বহু অভিযোগ হয়, তা সত্ত্বেও সমস্যার কোন সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে ব্যাবহৃত জল-সরবরাহের পাইপে পলি জমে পাইপের মুখের ব্যাস ছোট হওয়া, এর অন্যতম কারন বলে চিহ্নিত করা যায়।
৭১এবং ৭২নং ওয়ার্ডে বেশ কয়েকটি বস্তি রয়েছে।এক সাথে বহু লোক বসবাসের ফলে "জল নিকাশী ব্যাবস্থা" অত্যন্ত শোচনীয়। ফলে সারাবছর এখানে পেটের রোগ লেগেই থাকে। এছাড়া জমা জল থেকে বিগত প্রায় দু-দশক ধরে চলা "সাধারন" এবং 'প্রানঘাতী' ম্যালেরিয়া এই অঞ্চলের মানুষের জীবনের নিত্যসঙ্গী। এছাড়া বিগত কয়েক বছর থেকে দেখা দিয়েছে আরেক প্রানঘাতী রোগ "ডেঙ্গু"।এতেও প্রচুর লোক আক্রান্ত হয়েছে এবং কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে আরো সক্রিয়তার প্রয়োজন। সমাজবিরোধী কার্যকলাপে মানুষ এখানে অতিষ্ট। পূজা পার্বণে ডি.জে ব্ক্স এর শব্দে কান পাতা দায় হয়ে ওঠে।মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও যে কোনো অনুষ্ঠানেই কিছু লোক এই ডি.জে বক্স চালানকে তাদের আনন্দের প্রধান উপাদান করে তুলেছে। ফলে সাধারন মানুষ অসহনীয় অবস্থায় পড়ছে।

No comments