জোটে ব্যর্থ রাহুল, পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা বামফ্রন্টের
সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার পর আজ আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির সদর দপ্তর থেকে বামফ্রন্টের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলেন ফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু।
আজ এক সাংবাদিক বৈঠকে বিমান বসু জানান যে, গত ১৫ই মার্চ প্রকাশিত মোট ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। আজ ৪টি আসন ফাঁকা রেখে সর্বমোট ৩৮ টি আসনে লড়বেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। তিনি আরো জানান যে কংগ্রেসের জেতা ৪টি অর্থাৎ মালদহ উঃ,মালদহ দঃ, বহরমপুর ও জঙ্গীপুর আসনে আপাতত প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। চূড়ান্ত আসন সমঝোতার জন্য কংগ্রেসকে আগামী ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিল বামফ্রন্ট। অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে ইতিবাচক সাড়া পেতে বড়জোর ২৪ ঘন্টা অপেক্ষা করতে পারে বামফ্রন্ট, এবং এই তালিকা পরিবর্তন হতে পারে ও ৪২ টি আসনেই তারা লড়তে পারে।
তালিকা প্রকাশ করতে গিয়ে বিমান বসু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন যে দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, বিভাজনের রাজনীতিকে দুরে সরিয়ে রাখার জন্য বিজেপি-তৃণমূল কে সরিয়ে দিতে হবে।
কোচবিহার গোবিন্দ রায়
আলিপুরদুয়ার মিলি ওঁরাও
জলপাইগুড়ি ভগীরথ রায়
রায়গঞ্জ মোঃ সেলিম
বালুরঘাট রণেন বর্মন
মুরশিদাবাদ বদরুদ্দোজা খান
রানাঘাট রমা বিশ্বাস
বনগাঁ অলকেশ দাস
দমদম নেপালদেব ভট্টাচার্য
বারাসাত হরিপদ বিশ্বাস
বসিরহাট পল্লব সেনগুপ্ত
জয়নগর সুভাষ নস্কর
ডায়মন্ড হারবার ফুয়াদ হালিম
যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কলকাতা দঃ নন্দিনী মুখার্জী
উলুবেড়িয়া মাকসুদা খাতুন
হুগলি প্রদীপ সাহা
আরামবাগ শক্তিমোহন মালিক
ঘাটাল তপন গাঙ্গুলী
মেদিনীপুর বিপ্লব ভট্ট
পুরুলিয়া বীর সিং মাহাতো
বিষ্ণুপুর সুনীল খাঁ
বর্ধমান পূর্ব ঈশ্বরচন্দ্র দাস
বর্ধমান দুর্গাপুর আভাস রায়চৌধুরী
বীরভূম রেজাউল করিম
দার্জিলিং সমন পাঠক
কৃষ্ণনগর শান্তনু ঝা
তমলুক সেখ ইব্রাহীম আলি
ব্যারাকপুর গার্গী চ্যাটার্জি
মথুরাপুর শরৎ হালদার
কলকাতা উঃ কনীনিকা ঘোষ(বসু)
হাওড়া সুমিত্র অধিকারী
শ্রীরামপুর তীর্থঙ্কর রায়
ঝাড়গ্রাম দেবলীনা হেমব্রম
বাঁকুড়া অমিয় পাত্র
আসানসোল গৌরাঙ্গ চ্যাটার্জি
বোলপুর রামচন্দ্র ডোম
কাঁথি পরিতোষ পট্টনায়ক

No comments