অশ্লীল ছবি, ঢালাও মদ নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ
শোভন পাল, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : মহিলা ও শিশুদের সুরক্ষার দাবিতে আন্দোলনে নামলো অল ইণ্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। সম্প্রতি সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার শ্যামবাজারে বীরেন্দ্র মঞ্চে।
এই সম্মেলনে ৭ দফা দাবীতে আন্দোলন করার সিদ্ধান্ত হয়।
১। ঢালাও মদের লাইসেন্স দেওয়া চলবে না, ২। নারী নির্যাতনকারীদের তাড়াতাড়ি ফাস্ট ট্রাক র্কোটে বিচার করে শাস্তি দিতে হবে। ৩।নারী ও শিশু পাচার বন্ধ করতে হবে। ৪।অশ্লীল পত্রিকা ও ব্লু ফিল্ম বন্ধ করতে হবে। ৫।স্কুল কলেজে আত্মরক্ষামূলক শিক্ষক আবশ্য করতে হবে । ৬।ক্লাস ওয়ান থেকে পাশ ফেল চালু করতে হবে ৭।মূল্য বৃদ্ধি রদ করতে হবে।
এই সম্মেলন থেকে নতুন রাজ্য সভাপতি হলেন সুজাতা ব্যানার্জী , রাজ্য সম্পাদিকা হলেন কল্পনা দত্ত । সম্মেলনে সারা রাজ্যের ২৩ টি জেলা থেকে ৬০০ জন মহিলা উপস্থিত ছিলেন।

No comments