Latest Breaking

জর্দা, খৈনি, গুটখা, সিগারেট থেকে বাড়ছে মৃত্যু, উদ্বেগ


শোভন পাল, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে তামাক  মুক্ত ভবিষ্যত ও পরবর্তী প্রজন্ম শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল।
পশ্চিম বঙ্গের ২•৩কোটি মানুষ ধোঁয়াযুক্ত ও ধোঁয়াহীন তামাক  ব্যাবহার করেন।তামাক  সংক্রান্ত রোগের কারণে জীবন  সীমা পার হওয়ার আগেই প্রতি বছর  মারা যান ১•৫  লাখ  মানুষ ।অতিথি ও বিশেষজ্ঞরা বলেন, জর্দা, খৈনি গুটখা,সিগারেট, বিড়ি  ব্যাবহার হ্রাস  পাচ্ছে না। নারায়না সুপার স্পেশালিটি হসপিটাল সিনিয়র হেড ও নেক  সারজেন ডাঃসৌরভ দত্ত ।প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা  নন্দিতা রায়, শিব প্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন । আসন্ন চলচ্চিত্র   ʼকন্ঠ ʼতৈরী  করেছেন। শিক্ষা বিভাগের প্রশংসা করেন উইন্ডোজ ফিল্ম প্রোডাকশন,সমবনধ  ফাউন্ডেশন, সহযোগিতার জন্য ।

No comments