রজত জয়ন্তী অতিক্রান্ত পৃথ্বীমঞ্চ নাট্যদল
অমিয়তোষ চৌধুরী,হাওড়া : পৃথ্বীমঞ্চ (৬/২মনমোহন মুখার্জি রোড বালি হাওড়া) এই নামটি দিয়েই ১৯৯০ সালে ৯-ই ফেব্রুয়ারী পথ চলা শুরু, ছোট্ট একটি নাট্যদল ও সঙ্গীত বিদ্যালয় রূপে জানালেন সংস্থার কর্ণধার শ্রী পুষ্পেন মুখার্জি। সামান্য কিছু বন্ধু ও বান্ধবীরা মিলে গড়ে উঠেছিল নাট্যদল, প্রথম নাটক "ভাড়ার টাকা" রচনা ও পরিচালনা শ্রী পুষ্পেন মুখার্জি নাটকটি প্রতিযোগিতা মঞ্চে, আমন্ত্রণমূলক ভাবেও সকলের কাছে বেশ প্রশংসা অর্জন করে।
শিল্পীর গুরুরা ছিলেন ড:বিঁভূতি মুখোপাধ্যায় এবং ড:বিঁজয়কৃষ্ণ চট্টোপাধ্যায় এদের আন্তরিক ভালোবাসায় এবং সহযোগিতায় শিল্পীকে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা এনে দিয়েছে তাই তিনি আজ I.P.R.S(মুম্বই)এর কম্পোজার মেম্বার। সুরনন্দন ভারতীর পরীক্ষক এবং একজন সফল সঙ্গীত গুরু।
দলের নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা, অর্থবল নেই, মঞ্চ পাওয়ার অধিক অপেক্ষা, দলের সদস্যদের প্রবেশ ও প্রস্থান, তার মধ্যেই মঞ্চস্থ হয় পূর্ণাঙ্গ নাটক "শেষকথা", "চন্দ্রগুপ্ত",
মৃচ্ছকটিকম নাটকটির বাংলা রূপান্তর প্রভৃতি।
নিজের সঞ্চিত অর্থ সম্বল করে ২০১৬ সালে দলের সদস্য ও সদস্যাদের নিয়ে "পুতুল রাজার দেশ" চলচ্চিত্রটি নির্মাণ হল এই সময় দলের নামের সঙ্গে প্রোডাকশন কথাটি যুক্ত করতে হয়। অভিনয় করেছেন রমেন রায়চৌধুরী, সঞ্জীব সরকার, শান্তনু মুখার্জি। কাহিনি, গীতরচনা ও সঙ্গীত পরিচালনা শিল্পী নিজেই।ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই চলচ্চিত্রটি। বর্তমানে শিল্পী(E.I.M.P.A) প্রোডিউসার মেম্বার।
শিল্পীর কথায় - গান , আবৃত্তি, অভিনয় শেখাই, মঞ্চে নাটক করি। চলচ্চিত্র নির্মাণ করি, গল্প লিখি, গান লিখি, সুর করি, কবিতা লিখি, ছোটদের নিয়ে বেশ আনন্দেই আছি, সকলে আমার প্রণাম নেবেন।

No comments