সুন্দরবনের মৎস্যজীবী পরিবার থেকে নতুন বিশপ পদে অভিষেক !
স্বপন মন্ডল, দ : 24 পরগনা : নতুন বিশপ পদে অভিষেক গ্রহন করলেন Rev fa Shyamal Bose.
বারুইপুর Holy Cross School এ এই প্রবিত্র অনুষ্টানে উপস্থিত ছিলেন , Most Rev Thomas D'Souza , Most Rev Salvadore Lobo, ও Most Rev Linus Nirmal Gomes SJ এবং রোম থেকে আগত পোপের পতিনিধি ! Most Rev লোরেণ্ড জুস সেণ্টুজা এবং সারা দেশ থেকে Rev বিশপ, fa, ও বিশিষ্ট ধর্ম প্রদেশগন ! রোম থেকে পাঠানো মাননীয় পোপের চিঠি দুই টি ভাষাতে পাঠ করা হয় বাংলা ও লেটিন! বিশপ Shyamol Bose এর জন্ম সুন্দরবনের গোসাবা তে ! বাবা নদীতে মাছ কাঁকড়া ও বোনের কাঠ মধু কেটে সংসার চলতো।ছোটো শ্যামল প্রভু যীশু কাছে বাবার জন্য পার্থনা করতেন, যেন তাঁর কোনো বিপদ না হয় ! কারণ সে জানতো জলে কুমির ও ডাঙ্গায় বাঘ এই নিয়ে তাদের জীবন কাঠতো !
তাঁর বিশ্বাস ছিলো প্রখর , তাই তিনি পরবর্তী সময় রেভারেন্ড বিশপ সালভাদর লোব অনুপ্রেরণায় ফাদর সেমিনারিতে যোগ দেন ! প্রেম ও ভালো বাসা দিয়ে ১৯৯১ সাল থেকে মানুষকে সেবা করে চলেছেন ! তিনি বলেন নিঃশর্ত ভাবে কাজ করে আসছি এতো বছর ! বাকি জীবন টা মানুষ কে সেবা করে ঈশ্বর লাভ করবো !

No comments