Latest Breaking

শিক্ষকদের প্রlইভেট টিউশন পড়াতে দিতে হবে দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

নীলেন্দু গোস্বামী, বাঁকুড়া : রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাগণ তাদের অবসর সময়ে বাড়িতে আর প্রlইভেট টিউশন পড়lতে পারবেন না এই খবর চাউর হতেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে l বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী 2020 তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা খুবই হতাশ ও দুশ্চিন্তাগ্রন্থ হয়ে ওঠে l কোনো কোনো জlয়গায় পথ অবরোধ, ডেপুটেশন, ঘেরাও পর্যন্ত হতে শুরু করে l কোথাও কোথাও ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে l এমতাবস্থায় তারা বেপরোয়াও হয়েও ওঠে কোথাও কোথাও l এরকমই এক ঘটনার সাক্ষী হয়ে থাকলো বাঁকুড়ার বিষ্ণুপুর! উল্লেখ থাকে বাঁকুড়ার বিষ্ণুপুরে টাউন স্কুল, মিশন স্কুল, পরিমল বিদ্যালয়, খেমকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি স্কুলগুলি দীর্ঘদিন ধরেই ভালো রেজাল্ট করে আসছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে l এক্ষেত্রে বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি প্রlইভেট টিউশন এর অবদানও কোনো অংশে কম নয় l যে সমস্ত শিক্ষকশিক্ষিকা বিদ্যালয়ে ভালো পাঠদান করেন, তার বাড়িতেও ছাত্রছাত্রীদের পড়ার ভিড় থাকবে এটাই স্বাভাবিক l তাই রাজ্য সরকারের এ রকম একটি সিদ্ধান্তের প্রতিবাদে ও যাতে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকাগণ টিউশন পড়lতে পারেন এই দাবী নিয়ে অভিভাবক অভিভাবিকাগণ রাস্তায় নেমে মিছিল করেন ও মহকুমা শাসক এর কাছে তাদের দাবী সম্বলিত স্মlরকলিপি জমা দেন l ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের বক্তব্য এ অবস্থায় শিক্ষাবর্ষের মাঝপথে বিদ্যালয় শিক্ষক_ শিক্ষিকাদের টিউশন পড়ানো বন্ধ করে দেওয়া হলে তারা সমূহ বিপদে পড়ে যাবেন l তাদের বক্তব্য বিষ্ণুপুর মহকুমা শাসক মন দিয়ে শোনেন ও তারা যাতে কোনো বিপদে না পড়েন তা তিনি চেষ্টা করবেন বলে আশ্বাস দেন l এতে অভিভাবককূল কিছুটা চিন্তা মুক্ত হন এবং তlরা  মহকুমা শাসক মানস কুমার মণ্ডল মহাশয়কে ধন্যবাদ জানান l

No comments