Latest Breaking

সহায়ক এবং স্ব-পরিসেবা চ‍্যানেলের মাধ‍্যমে সরল ব‍্যাঙ্কিং


রত্না মিত্র সেনগুপ্ত, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব‍্যাঙ্কিং সার্ভিস কে আকর্ষণীয় করে তোলার জন্য প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার। জনসচেতনতা গড়ে তোলার জন্য সম্প্রতি  বেলেঘাটা পোস্ট অফিসের সামনে ফুটপাতের উপর চেয়ার টেবিল সাজিয়ে  কয়েকজন আধিকারিক   পরিসেবা সম্পর্কে ঘোষণা শুরু করেন এবং পথচলতি অনেকেই আকৃষ্ট হয়ে উক্ত পরিসেবা সম্পর্কে আগ্রহী হয়ে উঠেন। অনেকেই পরিসেবার সুবিধা গ্রহণ করতে উৎসাহিত হয়ে জিরো ব‍্যালেন্সে তাৎক্ষণিক আ‍্যাকাউন্ট খোলেন এবং সেই সঙ্গে কিউ আর কার্ড সংগ্রহ করেন।এটি একটি বায়োমেট্রিক অথেন্টিকেশন নির্ভর কার্ড এবং এটি ব‍্যবহার করতে পিন ব‍্যবহার করতে হয় না ।আ‍্যাকাউন্ট নম্বর মনে রাখার প্রয়োজন পড়ে না।

এই কার্ডের মাধ্যমে সব ধরনের আ‍্যাকাউন্টে লেনদেন করা বা মানি ট্রান্সফার করা সহ বিল পেমেন্ট ও ডিজিটাল পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।
এটি একটি সরল, সাশ্রয়ী ও ভরসাযোগ্য পরিসেবা যেটা ১.৫৫ লক্ষ পোস্ট অফিস এবং ৩ লক্ষ পোস্ট ম‍্যান ও জি ডি এস এর মাধ‍্যমে আ‍্যাক্সেস করা যাবে। ফলে আশা করা যায় যে এই ডোরস্টেপ ব‍্যাঙ্কিং এর সুবিধা বয়স্ক নাগরিক, গৃহবধূ, ছাত্র- ছাত্রী, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী, আরবান মাইগ্রেন্ট এবং প্রত‍্যন্ত এলাকার মানুষজনের সহায়ক হবে।

No comments