অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতাঃ ৮৮তম প্রতিষ্ঠা দিবস গত ২৮ শে জুলাই পালন করল দক্ষিন কলকাতার অন্যতম প্রাচীন হাসপাতাল "রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান"। এর ই সঙ্গে এই প্রতিষ্টানে প্যারামেডিকেল কোর্স ও নার্সিং কোর্সের কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্টান পালিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন এই হাসপাতালের অধ্যক্ষ,অধ্যাপক বিশিষ্ট কা্র্ডিও থোরাসিক সার্জন ডাঃ ভবতোষ বিশ্বাষ।যিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ্য ও অধ্যাপক। এ ছাড়া উপস্বিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পদস্থ কর্তা ডাঃ প্রদীপ কুমার মিত্র। সভাপতির আসনে উপবিষ্ট ছিলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। ভবতোষ বাবু বলেন- এই সেবা প্রতিষ্ঠানের চিকিৎসা পরিসেবা এবং সেই সংক্রান্ত শিক্ষা দুই ই রাজ্য ছাড়িয়ে সারা দেশব্যপী সমাদৃত। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের তিনি বলেন,চিকিৎসার সাফল্যের জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য।
No comments