চোদ্দ বর্ষ উদযাপনে সাহিত্য পত্রিকা রং-বেরং
অমিতাভ গঙ্গোপাধ্যায়, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : চোদ্দ বছর আগে একটু একটু করে যে পথ চলার শুরু হয়েছিল,তা আজ রাজপথে এসে মিশেছে। সাহিত্য দ্বিমাসিক পত্রিকা" রংবেরং" সম্প্রতি চর্তুদশতম বর্ষ পালন করল
সৃষ্টি এবং কৃষ্টির প্রাণকেন্দ্র কলকাতার রবীন্দ্রসদন চত্তরে "জীবনানন্দ সভাঘরে।তাই বিশ্বকবির কথাতেই বলা যায়" আমার এই পথ চলাতেই আনন্দ"। সেই আনন্দ সন্ধ্যায় সভাঘরটি বিদ্ব্যজন সমাগমে মুখরিত হয়ে ওঠে।যাঁর হাত ধরে এই পত্রিকা ক্রমে ক্রমে তৃণলতা থেকে এক মহীরুহে পরিণত হয়েছে,তিনি আজ নেই কিন্তু তাঁর সেই স্বপ্ন আজ বাস্তব। তাই অনুষ্ঠানের মূল সুরটি বাঁধা ছিল সেই মহাপ্রাণ আত্মা কবি মন্জুষ দাশগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পপ্রদানের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানে সভাপতির আসনখানি অলংকৃত করেন বিশিষ্ট বর্ষীয়ান কবি শ্রীমতি কৃষ্ণা বসু। এছাড়া প্রধান অতিথির আসনে ছিলেন কবি মৃণাল বসু চৌধুরী। বিশেষ অতিথি রূপে ছিলেন শ্রী দিগম্বর দাশগুপ্ত এবং সাংবাদিক কবি তরুণ ঘোষ।
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ধ্রুব দে তার সুললিত ভাষনে সবার মন জয় করে নেন। প্রথমেই তিনি মঞ্চে ডেকে নেন মলি বন্দোপাধ্যায়কে তার উদ্বোধনী সংগীতের জন্য। তিনি "মঙ্গল দ্বীপ জ্বেলে" গানটি গেয়ে অনুষ্ঠানের মঙ্গল কামনা করেন। এরপর পুষ্প স্তবক দিয়ে সভাপতি প্রথিতযশা কবি কৃষ্ণা বসু ও বিশেষ অতিথি শ্রী দিগম্বর দাশগুপ্তকে বরণ করে নেয় পত্রিকার সদস্যা সুতপা দাশ। সাহিত্য রংবেরং এর প্রথম কবিতা সংকলন প্রকিশিত হয় ১৯৯৬ সালে--এ প্রসঙ্গে বলতে গিয়ে সন্চালক ধ্রুব দে বলেন "আমার কবিতা লেখার শুরু এখান থেকেই।যদিও আমি এখন লিখি কম,পড়ি বেশী।" আজকের এই অনুষ্ঠানে মিলিত হবার উদ্দেশ্য "সাহিত্য রংবেরং"এর ২০১৯শের সন্মান প্রদান এবং ব ই প্রকাশ অনুষ্ঠান। সাহিত্য রংবেরং ২০১৯ সন্মানে ভূষিত হন দেশে ও বিদেশে বহূ সন্মানে বরনীয় কবি বিশ্বজিৎ রায়। মানপত্র ও উত্তরীয় দিয়ে তাকে সাদরে বরণ করেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু। এরপর ঐ এক ই সন্মানে ভূষিত হন শ্রী জগদীশ পুরকাইত। পরবর্তী অংশে কবি জগদীশ পুরকাইতের দুটি ব ই প্রকাশিত হয়,"ঝরাপাতার কুয়াশা ( কবিতা সংকলন) ও শ্যামা সংগীত ১ এবং অপরটি "ধূলামাটির গান"১।
এরপর মন্চে প্রথম কবিতা পাঠ করেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। সংগীতে শান্তনু চক্রবর্তী তার সুমধুর কন্ঠস্বরে সবার মন জয় করে নেন। তার গাওয়া "বাংলার মাটি,বাংলার জল"গান আজকে সামাজিক প্রেক্ষাপটে বিশেষ ভাবে সামন্জস্যপূর্ণ।
অবশেষে আসে ২০১৯সালের কবিতা প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান।প্রথম পুরস্কার পান শান্তি রায়,দ্বিতীয় স্থানাধিকারী পূজাশ্রী দত্তভদ্র এবং তৃতীয় স্থান লাভ করেন সুভাষ গঙ্গোপাধ্যায়। পরিশেষে পত্রিকা সম্পাদক সত্যসাধন দাস ,আজকের এই অশান্ত পরিবেশে কবিতা ওসাহিত্যের স্থান উল্লেখ করে যারা নতুন লিখছেন তাদের উৎসাহিত করেন এবং সমাজের প্রতি তাদের দায়িত্বের কথা আরো একবার স্মরণ করিয়ে দেন।

No comments