জন্ডিসের হাত ধরে সামনে এল পানীয় জলের দাবী
সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে : কলকাতার দক্ষিন শহরতলির ৯৯নং ওয়ার্ড জুড়ে ছড়িয়েছে জন্ডিস রোগ। আক্রান্ত বহু মানুষ। রোগ ছড়িয়েছে প্রধানত বিদ্যাসাগর ৩ এবং ৪নং কলোনী অঞ্চলে। এছাড়াও গাঙ্গুলীবাগান ও বাঘাযতীনের কিছু এলাকায় জন্ডিস আক্রান্ত রোগীর খবর পাওয়া গিয়েছে। রোগ হানা দিয়েছে পাশের ১০০নং ওয়ার্ডের রামগড় কলোনীতেও। তৎপর হয়েছেন সংশ্লিষ্ট ৯৯নং ওয়ার্ডের আরএসপি কাউন্সিলর দেবাশিস মুখার্জী, তৎপর কলকাতা পুরসভাও কিন্তু চলেছে রাজনৈতিক চাপানউতোর। ফল ভুগছেন এলাকার মানুষ।
ঘটনার সূত্রপাত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পরই। অল্প জ্বর, বমি ভাব, চোখের সাদা অংশে হলদেটে ভাব, পাতলা দাস্ত ইত্যাদি উপসর্গ নিয়ে একের পর এক রোগী আসতে থাকেন বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। কেউ বা ভরসা রেখেছেন পারিবারিক চিকিৎসকের উপরে। আশেপাশের রোগনির্ণয় কেন্দ্রগুলিতে অনেকের রক্ত পরীক্ষায় বিলিরুবিনের মাত্রা বেশি ধরা পড়ে। বাঘাযতীন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে একজন জন্ডিসের রোগী ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে দুই দিন আগে ছাড়াও পেয়েছেন।
ঘটনা জেনে কাউন্সিলর দেবাশিস মুখার্জী কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এবং পরিশ্রুত পানীয় জলের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট বিভাগে লিখিত ভাবে জানান। পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি দল অঞ্চলের নলকূপ এবং বাড়ি বাড়ি গিয়ে জলের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষায় কলিফর্ম ব্যাক্টিরিয়া পাওয়া গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর। চিকিৎসকদের মতামত কিন্তু ভিন্ন। তাঁরা বলছেন কলিফর্মে ডায়রিয়া হতে পারে কিন্তু জন্ডিসের কারণ হেপাটাইটিস ভাইরাস এবং এ দুটিই আদতে জলবাহিত রোগ। রোগ যেটাই হোক, এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘ দিন ধরে তাঁরা পরিশ্রুত পানীয় জলের দাবী জানিয়ে আসছেন কিন্তু আজ পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি। পুরসভার জল পানের অযোগ্য ফলে বাধ্য হয়ে কতিপয় জল বিক্রেতার বোতলবন্দি জলের উপরেই নির্ভরশীল হতে হচ্ছে বহু মানুষকে যার মান মোটেই আশানুরূপ নয়। মানুষের অভিযোগের তির এই জল বিক্রেতাদের উপরেও। এ বিষয়ে পুরসভার উপযুক্ত নজরদারি অভাবে মানুষ ক্রুদ্ধ। এ বিষয়ে কলকাতা পুরসভার ১০নং বরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত কাউন্সিলরের উপরেই দায়িত্ব চাপিয়ে তাঁর দায় সেরেছেন।
এই জন্ডিস ছড়িয়ে পড়া প্রসঙ্গে কাউন্সিলর দেবাশিস মুখার্জী বিস্তারিত ভাবে বলেন যে, অতীতে তিনি বহুবার গার্ডেনরিচের পরিশ্রুত পানীয় জলের বিষয়ে পুরসভায় জানিয়েছেন। একই সঙ্গে পুরনো লোহার পাইপলাইন বদলানোর আবেদন করেছেন কিন্তু গভীর নলকূপের সাহায্যে জল সরবরাহ ছাড়া কিছুই হয়নি। তিনি অভিযোগ করেন যে মেয়র পারিষদ (স্বাস্থ্য) তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এ ঘটনাকে গুরুত্ব দিচ্ছেন না। তিনি আরো বলেন যে গত বছর এই ওয়ার্ডে আন্ত্রিক ছড়িয়েছিল। এবারে জন্ডিসকে কেন্দ্র করে পুরসভা যা বলছে তাতে মানুষের বিভ্রান্তি বাড়ছে।
অবিলম্বে নতুন পিভিসি পাইপলাইন বসিয়ে পরিশ্রুত পানীয় জল সরবরাহ, বিভ্রান্তি এড়াতে জন্ডিস বিষয়ে পুরসভার পর্যবক্ষেণ সরকারি বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ ও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে লিখিত ভাবে ডেপুটেশন দিয়েছেন দেবাশিস মুখার্জী।।

No comments