Latest Breaking

"তারারা এখানে" শুধুই মানুষ



সোমনাথ মুখার্জী, রোহিত সাউ, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা : বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী, বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন। বাঙালীর স্মরণ-মনন তথা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রতো ভাবে জড়িয়ে থাকা দুই বরেণ্য কবির জন্মদিন আবহের রেশ থাকতে থাকতেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান "তারারা এখানে" আয়োজন করল সাংস্কৃতিক সংগঠন দমদম ছন্দক, উত্তর কলকাতার গিরিশ মঞ্চে।


দমদম ছন্দক বয়সে ষোড়শী কিন্তু তাদের উপস্থাপনার গাম্ভীর্য ও গুরুত্ব প্রশংসার দাবী রাখে। অনুষ্ঠানের বিভিন্ন বিষয়সূচির মধ্যে ছিল শ্রুতিনাটক, একক ও দ্বৈত কন্ঠে আবৃত্তি, আবৃত্তি আলেখ্য প্রভৃতি। স্বপন গাঙ্গুলীর পরিচালনায়, স্বনামখ্যাত কবি জয় গোস্বামী   রচিত 'সব অন্ধকার ফুলগাছ',   শ্রুতিনাটক পরিবেশন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায় ও অন্যান্য শিল্পীরা। অনবদ্য বাচনভঙ্গী ও অননুকরণীয় স্বরক্ষেপণে নাটকের 'সোমনাথ' চরিত্রটি অনন্যসাধারণ মুন্সিয়ানায় ফুটিয়ে তোলেন সতীনাথ। সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও তার বিচিত্র গতিপথ, অন্তরের চাওয়া-পাওয়াকে কেন্দ্র করে চরিত্রগুলি ঘুরপাক খায় যা আজকের জটিল থেকে জটিলতর হতে থাকা সমাজজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে মর্মে আঘাত করতে সমর্থ।
এর পাশাপাশি ছিল অন্যতম আকর্ষণ, ছন্দা চ্যাটার্জির পরিচালনায় শিশুদের শ্রুতিনাটক 'মজার তুলি'। সুন্দর শস্য শ্যামলা পৃথিবী যুদ্ধবাজদের যুদ্ধ জিগিরের ফলে যে অস্থিরতার সৃষ্টি করে, সেটিই নাটকের মূল সূর, যা বর্তমান সময়ে বিশেষ অর্থবহ। ক্ষুদে শিল্পীরা অত্যন্ত সাবলীল তাদের পরিবেশনায়।
দীক্ষা পরিচালিত আবৃত্তি আলেখ্য 'বধ্যভূমি থেকে' প্রশংসনীয়। আবৃত্তিতে রবীন্দ্র-নজরুলকে দিয়ে শুরু করে পরবর্তী প্রজন্মের কবি বুদ্ধদেব বসু, পূর্ণেন্দু পত্রীকে ছুঁয়ে হাল আমলের মন্দাক্রান্তা সেন, বিকাশ দাসের কবিতা, সংস্কৃতির বহমানতাকেই মনে করিয়ে দেয়। পল্লবী ব্যানার্জি, শিখা বিশ্বাস, সঞ্চয়িতা মুখার্জী, দোলনচাঁপা সরকারের আবৃত্তি প্রশংসার দাবী রাখে। দ্বৈত কন্ঠে শ্যামলী রায় ও স্মৃতিময় ঘোষের ছোট্ট পরিবেশন 'খনন' অনবদ্য। তাঁদের পরিবেশিত কুনাল ও নীরা চরিত্র দুটি আজকের সমাজজীবনের নিরিখে যেন আত্মোপলব্ধির উন্মেষ ঘটায়।
আবহে শান্তনু ব্যানার্জি অনবদ্য। সঞ্চালনায় তপন ঘোষাল যথাযথ। সামগ্রিকভাবে, যে মানবতার গান আজীবন রবীন্দ্রনাথ বা নজরুলের কলম থেকে বারবার লিপিবদ্ধ হয়েছে, সেই  মানবতার গানই ছত্রে ছত্রে, ছন্দে ছন্দে  উঠে এসেছে ছন্দকের এই অনুষ্ঠানে। দিনের শেষে তাই ছন্দকের "তারারা এখানে" শুধুই মানুষ।।

No comments