সাইফুদ্দিন লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুর থানা ভেঙে সদ্য ২০১৮ সালে তৈরি হয়েছে নরেন্দ্রপুর থানা। সেখানে পুলিশের উদ্যেগে গাছের চারা বসিয়ে সবুজ পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই চারা গুলো দেখভালের দায়িত্বে রয়েছেন থানার পুলিশ কর্মীরা।
থানার আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে হচ্ছে এই সবুজায়ন। এব্যাপারে এক পুলিশ কর্মকর্তা বলেন পুরো থানাকে সবুজে ঘিরা পরিবেশ বান্ধব করে তোলা হবে। ডিউটির ফাঁকে তারা গাছের যত্ন নেন। নরেন্দ্রপুর থানা আগামী দিনের অন্য থানা আইকন হিসেবে পরিচিত হয়ে ওঠে কি না সেটাই এখন দেখার।
No comments