পানীয় জলকে কেন্দ্র করে অবস্থান বিক্ষোভ
সোমনাথ মুখার্জী,নিউজ্ বেঙ্গল টুডে ,কলকাতা : কয়েক মাস ধরেই কলকাতা দক্ষিণ শহরতলির ৯৯ ও ১০০ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা চলছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মাস খানেক আগেই কলকাতা কর্পোরেশনের এই দুই ওয়ার্ডে জন্ডিস ছড়িয়ে পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সন্মেলন যৌথ ভাবে পরিশ্রুত পানীয় জলের দাবী জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে চলেছে প্রায় একমাস ধরে। একইসঙ্গে ৯৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখার্জী পরিশ্রুত পানীয় জলের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
সংগঠন সূত্রে জানা গিয়েছে যে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ পানীয় জলের দাবী জানিয়ে স্বাক্ষর করেছেন।একই সঙ্গে জলবাহিত রোগ জন্ডিস, ডায়রিয়া ইত্যাদি থেকে নাগরিক সচেতনতা সহ কর্পোরেশন এবং রাজ্য সরকারের তরফে বিবৃতি ও উপযুক্ত পদক্ষেপের দাবী জানিয়ে গণ স্বাক্ষর সম্বলিত দাবী সমূহ, কলকাতা কর্পোরেশনের ১০ নং বোরো চেয়ারম্যান তপন দাশগুপ্তের কাছে আজ সংগঠনের প্রতিনিধিরা পেশ করেছেন।
কলকাতা কর্পোরেশনের ১০নং বোরো অফিসের সামনে জনস্বাস্থ্য কমিটি ও কলকাতা নাগরিক সন্মেলনের যৌথ উদ্যোগে ও ৯৯নং ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখার্জীর উপস্থিতিতে পানীয় জলের দাবী জানিয়ে গণ অবস্থান ও খালি জলের পাত্র হাতে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। পরে কলকাতা নাগরিক সন্মেলনের সভাপতি নন্দন চক্রবর্তীর নেতৃত্বে বোরো চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়।
বোরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত বলেন, এই স্মারকলিপি মহানাগরিক ফিরহাদ হাকিমকে তিনি নিজের হাতে তুলে দিয়ে সমস্যার কথা জানাবেন। তিনি আরো বলেন যে কলকাতা কর্পোরেশন যুদ্ধকালীন তৎপরতায় পরিশ্রুত পানীয় জলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে যে বহু প্রতিক্ষিত গার্ডেনরিচের পরিশ্রুত পানীয় জলের জন্য ডেডিকেটেড পাইপলাইন বসানোর কাজ চলছে দ্রুত গতিতে যা সরাসরি প্ল্যান্ট থেকে বুস্টার পাম্পিং স্টেশন হয়ে এলাকায় পৌঁছে দেওয়া হবে।
এছাড়া নতুন পাইপলাইনের কাজ সহ জল অপচয়, গভীর নলকূপ বন্ধ করা, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি ইত্যাদি একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত করার পথে হাঁটছে কলকাতা পুরসভা।।

No comments