ম্যানগ্রোভ কেটে ফিশারি হচ্ছে ধংসের মুখে সুন্দরবন
স্বপন মন্ডল ও মহম্মদ আলী গাজী,দ :২৪পরগনা : সমাপ্তির পথে সুন্দরবন ! সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে ফিশারি হচেছ মুষ্টিমেয় কিছু লোকের সার্থে ! অথচ প্রশাসন নির্বিকার ! বৃক্ষ নিধন লাগছে বড় গায়ে ! অক্সিজেন দিয়ে বাঁচাই তোমায় হায়রে মানুষ কুড়াল মারছো নিজের পায়ে ! বিশ্ব উষ্ণায়ন রুখতে পৃথিবীর মানুষ যখন মরিয়া হয়ে উঠেছে !
তখন অন্য দিকে সুন্দর বনের মাতলা নদীর চড়ে চলছে গাছ কেটে ফিশারি করার প্রতিযোগীতা ! কে কত গাছ কেটে কত বেশি জায়গা দখল করতে পারে !অক্সিজেনর ভান্ডার এই সুন্দর বন দেশের গর্ভ ! তাই ইট পাথরের নগরী থেকে কিছুটা তাজা শ্বাস নিতে প্রতি বছর দেশ বিদেশ থেকে পর্যটকদের সমাহার !
সুন্দরী , গেঁও , কেওড়া , গোরান , নলখাগড়া , গোলপাতা , নানা প্রকৃতির গাছের সম্ভার !
সুন্দর বনের বিখ্যাত বয়েল বেঙ্গল টাইগার ! হরিণ , মহিষ, নোনা জলের কুমির , ও ভিন্ন ভিন্ন জাতের পাখি ! আজ আমদের গর্বের সুন্দরবন একটু একটু করে কি ধংস হতে চলেছে ?
বাসন্তী থানা থেকে সামানো কিছু পথ দূরে এই মাতলা নদীর চড় ! গ্রামের মানুষ গাছ কাটার প্রতিবাদে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সুফল পায়নি !

No comments