" এ এক অন্য কল্পতরু"
অমিতাভ গঙ্গোপাধ্যায়, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : পুজোর কটাদিন সবাই মেতেছে আনন্দে। কেউ নতুন পোষাকে সেজেগুজে আনন্দ করছে। কেউবা অসহায় মানুষের পাশে গিয়ে তাদের আনন্দ দিয়ে নিজে আনন্দ উপভোগ করছেন।
কেউ অসহায় শিশুদের দুপুরের ভরপেট খাবারের আয়োজনে মেনুতে রাখছেন পোলাও, আলুরদম,মাছের কালিয়া চাটনি। কেউবা ফুটপাত বাসিন্দাদের হাতে তুলে দিচ্ছেন নতুন জামা-কাপড়। দক্ষিন কলকাতার পুরনো অন্চল ভবানীপুরের "কল্পতরু আয়ুর্বেদিক" দোকানের মালিক বিশ্বনাথ বাবু পুজ কটাদিন খুব ব্যস্ত থাকেন। দরিদ্র্য সহায় সম্বলহীন মানুষের হাতে তুলে দেন নতুন জামাশাড়ী,শীতের কম্বল।
এ ছাড়া পথশিশুদের লেখাপড়ার যাবতীয় জিনিষ,অসহায় মানুষের প্রয়োজনে লাঠি,চশমা ইত্যাদি। এ ছাড়া প্রতিবন্ধি শিশুদের বিনা পয়সায় নানা সাহায্য করার চেষ্টা করেন।"কল্পতরু আয়ুর্বেদিক" দোকানটি যেন সত্যিই কল্পতরু হয়ে উঠেছে। সকাল সন্ধ্যে ভীড় জমাচ্ছে কাছে দূরের বহু অভাবী মানুষ। কারো প্রয়োজন চশমা ,কারো প্রয়োজন ওষুধের।
অকৃতদার বিশ্বনাথ বাবু বলেন' প্রয়োজন অনুযায়ী সবরকম অর্থপেডিক সামগ্রীও ওনাদের দিই।আগামী বছর থেকে কয়েকজন বাচ্ছাকে দিনে একবেলা খাওয়ানর পরিকল্পনাও আছে'।

No comments