দ্বিশতবর্ষে বিদ্যাসাগর
বসন্ত বর্মন, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : APEEJAY বাংলা সাহিত্য উৎসব ও পুরোনো কলকাতার গল্প নামক একটি ফেসবুক গ্রুপ আয়োজিত " দ্বিশতবর্ষে বিদ্যাসাগর " অনুষ্ঠান হয়ে গেলো কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে | অনুষ্ঠানে বিদ্যাসাগরের বর্ণপরিচয় সম্পর্কে বক্তব্য রাখেন সাংবাদিক গৌতম বসু মল্লিক, সাহিত্যিক অভিযান বন্দ্যোপাধ্যায় প্রমুখ | গৌতম বাবু বলেন, বিদ্যাসাগর বাংলা হরফ সংস্কার করেন | বাংলা ভাষাকে তিনি সংস্কৃতের হাত থেকে আলাদা করেন | অভিযান বাবু বলেন, মদনমোহন তরকালঙ্কার বিদ্যাসাগরের আগে শিশুশিক্ষা লিখেছিলেন | কিন্তু বর্ণপরিচয়ের মত প্রভাব কেউ ফেলতে পারেনি | দেব সাহিত্য কুটিরের বর্তমান কর্ণধার রুপালি দেব বলেন, আশুতোষ দেব এর সঙ্গে বিদ্যাসাগর এর খুব ভালো সম্পর্ক ছিল | তার মতে, বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদি ও বর্ণ পরিচয় এখনো পুরোনো দিনের মতো করেই প্রকাশিত হচ্ছে এবং তার বিক্রিও বেশ ভালোই | বিদ্যাসাগরই প্রথম ছন্দময় গদ্য সাহিত্যের প্রবর্তন করেন | পুরোনো কলকাতার গল্প -এর তরফে স্বর্ণালী চট্টোপাধ্যায় বলেন, বাঙালির স্বকীয়তা বজায় রাখতে হলে বিদ্যাসাগরকে স্মরণ করতেই হবে |

No comments