Latest Breaking

এক রাজনীতিকের সংস্কৃতি-বিলাস, প্রশংসায় রাজ্যপাল

 
বসন্ত বর্মন,  নিউজ বেঙ্গল টুডে,  কলকাতা :  রাজনীতি মানেই কি শুধু মারামারি,  বোমাবাজি, রক্তারক্তি?  রাজনীতি মানেই কি শুধু হিংসা?  অপরকে নিচে ফেলে দিয়ে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা?  যেখানে নিয়ম নেই,  শৃঙ্খলা নেই,  প্রশাসন কে মানার বালাই নেই,  শুধুই নৈরাজ্যের চোরাবালিতে পা হড়কে চলা | রাজনীতির এই চেনা ছক থেকে বেরিয়ে এসে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকেও যে ভালোবাসা যায়,  তা দেখিয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলার কংগ্রেস বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান ড. সুখবিলাস বর্মা।
প্রাক্তন এই আই এ এস অফিসার বর্তমানে রাজনীতির সঙ্গেই শুধু জড়িত নন,  তার পাশাপাশি তিনি গান বাজনার সঙ্গেও নিবিড় ভাবে জড়িত।
প্রসঙ্গত উল্লেখ্য,  উত্তর বঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গানের উপর গবেষণা করে তিনি পি এইচ ডি লাভ করেছেন।
সম্প্রতি কোলকাতা প্রেস ক্লাবে তার দুটি বাউল ও তুক্ষা গানের সিডি ও ওই সংক্রান্ত একটি বই প্রকাশ হলো। বই প্রকাশ অনুষ্ঠানে  পশ্চিমবঙের রাজ্যপাল  জগদীপ ধানখোর সস্ত্রীক উপস্থিত ছিলেন। ভাষণে রাজ্যপাল বলেন,  একজন রাজনীতিক যখন গানবাজনা চর্চা করেন,  সেটা আমাদের কাছে একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। এটা অন্যান্য রাজনীতিকদের অবশ্যই শিক্ষণীয় । আর তিনি এমন একটি বিষয় নিয়ে লিখেছেন,  যা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল। ড. বর্মা তার বক্তব্যে বলেন,  সংস্কৃতি ও সংগীত চর্চা তিনি আজীবন চালিয়ে যাবেন।

No comments