সুব্রত মুখার্জীর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ পৃর্ব মেদিনীপুর
| পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির আকস্মিক মৃত্যুর খবরে কাঁথির একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে শোকোস্তব্ধ মৎস্যমন্ত্রী অখিল গিরি। |
পৃর্ব মেদিনীপুর : কাঁথি শহরের সানরাইজ ক্লাবের শ্যামাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ই সহকর্মী তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অকস্মাৎ প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বস্ত্র বিতরন সহ অন্যান্য অনুষ্ঠান কাটছাট করে বাড়ীতে ফিরে যান শোক বিহ্বল মৎস্য মন্ত্রী অখিল গিরি।
মৎস্যমন্ত্রী ছাড়াও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী ও রাজ্যের রাজনৈতিক অাঙ্গিনায় বর্ণময় চরিত্র তথা প্রবীণ নেতৃত্ব সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
| প্রাক্তন সভাধিপতি মাহমুদ হোসেনের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় ফাইল চিত্র। |
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের পূর্ব অামতলিয়া মিলন সংঘের অায়োজনে শ্যামাপূজা উপলক্ষে শুক্রবার সহস্রাধিক মানুষজনের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। এই উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। শুরুতেই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, দেশপ্রাণ ব্লকের যুব নেতা অসিত মন্ডল, সংঘে র সভাপতি দেবব্রত মান্না, সহঃ সভাপতি দেবাশীষ প্রধান,সম্পাদক ব্রজগোপাল মন্ডল, সহঃ সম্পাদক বিমান মন্ডল, কোষাধ্যক্ষ সতীনাথ মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বাংলায় সব ধর্মের সব উৎসব সার্বজনীন রূপ পেয়েছে। তাই দুর্গাপূজা শারদোৎসবে রূপান্তরিত হয়েছে। শ্যামাপূজা অাজ দীপাবলির উৎসবে পরিগনিত হয়েছে। বিজয়াদশমী ও ঈদের কোলাকুলি অাজ ধর্মীয় গণ্ডী অতিক্রম করতে পেরেছে বলে জানান মামুদ হোসেন।শ্যামাপূজার অালোকের ঝর্ণাধারায় সমস্ত কালিমা ও অবিচার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার কামনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।
| তাজপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস-এর সঙ্গে একটি অনুষ্ঠানে সুব্রত মুখোপাধ্যায়। ফাইল চিত্র। |
No comments