দীপাবলিতে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী দিল, জেলা কন্টাকটারস অ্যাসোসিয়েশন
ভগবানপুর : দীপাবলির আনন্দে যখন সবাই আলোকিত, তখন বন্যা দুর্গতদের বাড়িতে অন্ধকার। সবার মধ্যে আলোর আনন্দ ছড়িয়ে দিতে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা কন্টাকটারস অ্যাসোসিয়েশন। ভগবানপুর 2 ব্লকের শিমুলবাড়িয়া মৈত্রী সংঘের উদ্যোগে শুক্রবার কালীপুজোয়
একটি অনুষ্ঠানে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন কুমার দাস। উপস্থিত ছিলেন জেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি হিমাংশু বেরা, জেলা সম্পাদক মহেশ্বর সামন্ত, ভগবানপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশ্বিনী খাটুয়া প্রমুখ। সঞ্চালনা করেছিলেন উপপ্রধান দীপঙ্কর মাইতি। একাধিক কন্টাকটার সদস্যরা উপস্থিত ছিলেন। আজ প্রায় 300 জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ডিসট্রীক্ট কন্টাকটার এর পক্ষ থেকে প্রায় পনেরো কুড়ি জন কন্টাকটার এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এই অনুষ্ঠানটি হয়েছিল সিমুলবদাড়ির মাঠে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস , মহেশ্বর সামন্ত, হিমাংশু বেরা, অশ্বিনী খাটুয়া প্রমূখ
No comments