শ্যামাপুজোর উদ্বোধনে শুভেন্দুর পরিবর্তে দুই মন্ত্রীকে চাইছে কাঁথি ও তমলুক
| ফিতে কেটে কাঁথির একটি পুজো মণ্ডপের উদ্বোধন করছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। সঙ্গে রয়েছেন বিধায়ক উত্তম বারিক এবং জেলা পরিষদের প্রাক্তন সহকারি সভাধিপতি মামুদ হোসেন। |
ঋভুব্রত সেনগুপ্ত : গত একদশক পূর্ব মেদিনীপুরে দুর্গাপূজা/ শ্যামাপুজোর উদ্বোধন মানেই শুভেন্দু অধিকারী! তমলুক থেকে কাঁথি সর্বত্রই ছিল এই নেতার চাহিদা। শুভেন্দু দল বদল করায় এবছর সেই চাহিদা অনেকটাই ভাটা পড়েছে। শুভেন্দুর জায়গা দখল নিয়েছেন জেলার দুই মন্ত্রী কাঁথির অখিল গিরি, তমলুকের সৌমেন মহাপাত্র। এক সময় যে সব বড় বড় মন্ডপের উদ্বোধন শুভেন্দু করতেন, এখন সেখানে দেখা যাচ্ছে সেচমন্ত্রী ও মৎস্যমন্ত্রীকে!
তমলুকের হাসপাতাল মোড়ে ফাইভস্টার ক্লাব সবচেয়ে বিগ বাজেটের পুজো করে থাকে। এতদিন এখানে উদ্বোধক ছিলেন শুভেন্দু অধিকারী। এবার উদ্বোধন করবেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তমলুকের উত্তোরায়ন ক্লাবের সভাপতি আছেন শুভেন্দু। এই ক্লাবের পুজো উদ্বোধন অবশ্য শুভেন্দুই করছেন। অনুগামীদের দাবি, বিরোধী দলনেতা হওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোর উদ্বোধনে যেতে হচ্ছে শুভেন্দুকে। এ কারণে তিনি পূর্ব মেদিনীপুরে সিলেক্টেড কিছু মন্ডপের উদ্বোধন করছেন।
| তমলুকে ফাইভ স্টার ক্লাবের মন্ডপের উদ্বোধন করবেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। |
বুধবার মৎস্যমন্ত্রী অখিল গিরি একগুচ্ছ পুজোর উদ্বোধন করেন।কাঁথির দেশপ্রাণ ব্লকের দুরমুঠ মৎস্যকন্যা ক্লাব, অযোধ্যাপুর সোনার তরী, দক্ষিণ সরদা ক্লাব, সৃষ্টি, ঢোলমারী ক্লাব, ইন্ডিয়ান, বটতলা ক্লাব, সানরাইজিং, প্রতাপপুর- পেটুয়াঘাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি, দেশপ্রাণ মৎস্য বন্দর শ্রমিক ইউনিয়ন সমূহের অায়োজনে শ্যামাপূজার মণ্ডপ ও প্রতিমার অাবরণ উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি।
বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির অাসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, মৎস্যজীবি সমিতির সভাপতি অামিন সোহেল প্রমুখ বিশিষ্ট সমাজসেবীবৃন্দ।
এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন পন্ডা, সমীর পান্ডব, অাকবর অালি খাঁন, চন্দন পাহাড়ী, স্বপন দাস, হরিতোষ ভূঞ্যা, সেক বক্তিয়ার উদ্দিন, হিমাংশু কর, অসিত মন্ডল, দেবাশীষ ভূঞ্যা, অানসার দপ্তরী, অজয় সাহু, বিমল বারিক, লক্ষ্মণ পয়ড়্যা, দীপু খাঁন, নিমাই গিরি প্রমুখ সমাজসেবীবৃন্দ।
রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী অখিল গিরি বিভিন্ন মন্ডপে বক্তব্য রাখতে গিয়ে, শুভ দীপাবলি উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। সমাজে দীপাবলি র অালোকের ঝর্ণাধারায় অশুভ শক্তির বিনাশের জন্য শ্যামামায়ের কাছে প্রার্থনা করেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার অাহ্বান জানান মামুদ হোসেন। দেশপ্রাণ ব্লকের ভূমিপুত্র তথা বিধায়ক উত্তম বারিক জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য কালীমাতার অাশীর্বাদ কামনা করেন।
| কাঁথি শহরে শ্যামাপূজার উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী |
কাঁথি শহরের ক্যালট্যাক্স মোড়ে ক্লাব ইন্দিরার অায়োজনে ৩১ তম বর্ষের শ্যামাপূজার শুভ উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি। স্বাগত ভাষণ দেন ক্লাবের সম্পাদক সুপ্রকাশ গিরি। অন্যান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথির মহকুমাশাসক অাদিত্যবিক্রম মোহন হিরানী, সুদীপ রাহা,প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী সেক অানোয়ার উদ্দিন, রামগোবিন্দ দাস, রত্নদীপ মান্না,জেলা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, তানিয়া জানা,সুবল মান্না,সুরজিৎ নায়ক প্রমুখ নেতৃবৃন্দ।
No comments