Latest Breaking

ডিসেম্বরে বিশেষজ্ঞ টিম , শুরু হবে স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণের কাজ

সমুদ্র বাঁধ নির্মানের দাবিতে পৃর্ব মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অনান‍্য নেতৃত্ব।

 নিজস্ব সংবাদদাতা :   দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর হয়ে শৌলা, বাঁকিপুট পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার সমুদ্র বাঁধ পাকাপোক্ত নয়। যার ফলে বারবার প্লাবিত হয় এই সমস্ত এলাকার বিভিন্ন গ্রামগুলি। আমফান, পরবর্তী সময় ইয়াস থেকে অতি বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষত সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঘরবাড়ি, চাষের ক্ষেত সমুদ্রের জল জলোচ্ছ্বাসে ফলে ক্ষতির পরিমাণ ব্যাপক। আগামী ডিসেম্বর মাসে বিশেষজ্ঞদের টিম আসবে এই সব এলাকায় এবং অবশ্যই স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ব্লক ও মহাকুমা প্রশাসন এই বিষয়গুলি নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ।

 সিপিআই(এম)'র পক্ষ থেকে একাধিকবার মহকুমা আধিকারিক ও বিডিওর কাছে দাবি জানানো হয়েছে পাকাপোক্ত সমুদ্র বাঁধের। কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয় সিপিআই(এম) এর উদ্যোগে। এছাড়াও মিছিল ও পদযাত্রা হয়। সেই গণস্বাক্ষর অভিযান এর সূচনা করেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। প্রায় ৩০ হাজার স্বাক্ষর সম্বলিত আবেদনপত্রসহ নিম্নোক্ত দাবিগুলি যেমন স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণ, সর্বদলীয় কমিটি গঠন, সরকার নির্ধারিত ৬২ জনের কমিটিতে সমুদ্র বিশেষজ্ঞদের পরিমাণ বেশি রাখতে হবে, যাদের জমি সমুদ্র গর্ভে তলিয়ে গেছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, সমুদ্রের ধারে বেআইনি নির্মাণ বন্ধ করা, শংকরপুর সহ অন্যান্য স্থানে সমুদ্রে ড্রেজিং করা, সমুদ্র উপকূলে মাছের ভেড়ি বন্ধ সহ একগুচ্ছ দাবিতে সিপিআই(এম) রামনগর ১ ও ২ এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন নিরঞ্জন সিহি, আশিষ প্রামাণিক, প্রদীপ দাস, আনন্দ দাস, বিমলেন্দু দাস।



No comments