বঙ্গপ্রদেশ শারদীয়া প্রকাশ এবং অনলাইন পোর্টালের শুভযাত্রা শুরু
শারদীয়া সংখ্যায় যে সমস্ত লেখা প্রকাশিত হয়েছে, bangaprades.in অনলাইন পোর্টালে সেই লেখাগুলো খুব শীঘ্রই প্রকাশিত হবে। যার ফলে সারা বিশ্বের বাঙ্গালী পাঠক ইচ্ছে করলেই যেকোন লেখা পড়ার সুযোগ পাবেন।
গত 25 সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন চারুকলাভবন এল অবনীন্দ্র সভাগৃহে শারদীয়া বই প্রকাশ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি ছিলেন পশ্চিববঙ্গ সরকারের অতিরিক্ত সচিব প্রশান্ত অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বঙ্গপ্রদেশ বঙ্গরত্ন প্রদান করা হয় কবি সুশান্ত কুমার মন্ডলকে। সাহিত্য রত্ন সম্মান স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয় মধুসূধন বাগ,ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মূখার্জী, আকতার ইমাম সরদার, রুমা পাল, তারা প্রামানিক, সুকুমার খাঁ, প্রভাস কুমার দাস, জয়হরি বর্মন, শর্মিলা সেন, ঈশানী সেন, সোমনাথ মুখোপাধ্যায়, মীনাক্ষী ভৌমিক, স্বরূপ কুমার মন্ডল, বৃষ্টি মুখার্জি, প্রগতি মুখার্জী, সুকুমার পাল, শম্পা ঘোষ, গীতা বিশ্বাস, ভোলানাথ হালদার, গায়ত্রী মুখার্জী, সরস্বতী অধিকারী, স্বপন কুমার বিশ্বাস, রূপালী গোস্বামী, অনিন্দিতা ভৌমিক, পদ্মজিৎ মাইতি, শশাঙ্ক চক্রবর্তী, শুভ আইচ সরকার, সঞ্জয় গাঙ্গুলী, কৃষ্ণা চ্যাটার্জী, ডা: রুহুল আমিন, সোমা বেরা, কৃষ্ণা চ্যাটার্জী, পাপিয়া বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ ভূঁইয়া, সৈকত বেরা, সরোজ ভট্টাচার্য, নীলেন্দু গোস্বামী, স্বাগতা চ্যাটার্জী, শুভব্রত সেন,পার্থ সরকার, বীনা শর্মা, সুশীল রঞ্জন, শৈলেন সরকার, নীলকণ্ঠ রায়, পরেশ চন্দ্র ঘোড়াই, ডা: কুনাল কুমার অধিকারী, সন্দীপ গায়েন, কৃষ্ণা দে রায়, মানস সাহা সহ প্রায় 50 জন কবি ও লেখককে।
বঙ্গপ্রদেশ পত্রিকার উদ্যোগে নভেম্বরে বালিগঞ্জে পত্রিকা অফিসে বিজয়া সম্মেলনী এবং ডিসেম্বরে দীঘায় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে শারদীয়া সংখ্যায় প্রকাশিত লেখা নিয়ে কলকাতা বইমেলায় একগুচ্ছ ছোটগল্প ও কবিতা দুটি পৃথক বই প্রকাশ হবে



No comments