দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় অগ্নিকান্ডে ভষ্মীভুত গাড়ি, জীবন্ত অবস্থায় পুড়ে চালকের মৃত্যু
অনুরাধা পন্ডা : দিঘা যাওয়ার পথে 116B জাতীয় সড়কে মালবোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভুত হল একটি ট্রাক।গাড়ির ভেতরে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হল ট্রাক চালকের।ট্রাক থেকে কোনরকমে লাফ মেরে প্রানে বেচেছেন খালাসি। তবে গুরুতর জখম অবস্থায় খালাসিকে কাঁথি মহকমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত লরিচালকের নাম শত্রুঘ্ন প্রসাদ (৩৯)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়।
মারিশদা থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, বুধবার ভোর ৩টা ১৫ মিনিট নাগাদ মারিশদা থানার গয়াগিরি বাস স্টপের কাছে একটি আলুবোঝাই ট্রাক এবং একটি সিমেন্টবোঝাই ট্রাক প্রচণ্ড গতিতে মুখোমুখি ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। আলুবোঝাই ট্রাকের খালাসি কোনও ক্রমে গাড়ি থেকে নামতে পারলেও, চালক নিছেল কেবিনে আটকে পড়েন । দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তাঁর কেবিনে।
স্থানীয়েরা উদ্ধারে ছুটে গেলেও ওই আগুন নেভানো যায়নি। সবার চোখের সামনেই কেবিনে আটকে পড়া চালক জীবন্ত পুড়ে যান। সেখানেই মারা যান তিনি। পরে খবর পেয়ে কাঁথি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। উদ্ধার করা হয় চালকের পুড়ে যাওয়া দেহ।
সিমেন্টবোঝাই গাড়ির চালক এবং খালাসির আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কেন উদ্ধার কাজে দেরি হল তা নিয়েও পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঝামেলা শুরু হয় । কিছুক্ষন পথ অবরোধ করা হয় । পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
স্থানীয় বাসিন্দা সীতারাম দাস বলেন, দুটি গাড়ির সংঘর্ষে বিকট শব্দ হয়। ঘুম ভেঙে যায়। ঘটনাস্থলে এসে দেখি দুটি ট্রাকেই আগুন জ্বলছে। একটি ট্রাক থেকে চালকের আর্তনাদ শোনা গেলেও, আগুনের তীব্রতা এতটাই ছিল, তাঁকে উদ্ধার করা যায়নি। সবার চোখের সামনেই আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর। দমকল ও পুলিশ ঠিক সময় এলে ট্রাকের চালককে হয়তো বাঁচানোর চেষ্টা করা যেতো।

No comments