ফুলেশ্বর উদ্দীপন নাট্য সংস্থার উদ্যোগে শিশু-কিশোর নাট্য কর্মশালা
ঋভুব্রত সেনগুপ্ত, কলকাতা : ফুলেশ্বর উদ্দীপন নাট্য সংস্থার উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল শিশু- কিশোর নাট্য কর্মশালা। আজ ২৭ শে জুলাই বৃহষ্পতিবার হাওড়া কুশবেড়িয়া বোর্ড প্রাইমারি স্কুলে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও পূর্ণ সহযোগিতায় ফুলেশ্বর উদ্দীপন নাট্যসংস্থা পরিচালিত দুদিনব্যাপী শিশু-কিশোর নাট্যকর্মশালা খুব সফল ও সুন্দরভাবে শেষ হলো। ২৬ শে জুলাই প্রথম দিন কর্মশালার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য । দুদিনেই প্রধান শিক্ষক সহ সহযোগিতায় ছিলেন স্কুলের দুই শিক্ষক শুভঙ্কর মন্ডল ও সৈয়দ সাবিরুল ইসলাম ।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনেক উৎসাহী ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দান করেন ফুলেশ্বর উদ্দীপনের বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী সৌরভ চক্রবর্তী, অমিতেশ মান্না, হিমাদ্রি সিংহরায়, অঙ্কন রায়, শ্রেয়া বেরা ও নির্দেশক অনুপ চক্রবর্তী। নাটক সম্পর্কে বিভিন আলোচনা করেন অনুপ চক্রবর্তী, মানস কয়াল ও অঙ্কন রায়। প্রশিক্ষকদের সক্রিয় সহযোগিতায় ও উপদেশে বিভিন্ন ধরনের ইমপ্রোভাইজেশন, থিয়েটার গেম, তাৎক্ষণিক অভিনয়, কোরিওগ্রাফি, নৃত্য,আবৃত্তি, সঙ্গীত ইত্যাদিতে ছাত্র-ছাত্রীরা প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। ফুলেশ্বর উদ্দীপনের অন্যান্য সদস্য ও সদস্যা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। নাট্যকর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ প্রদান করেন মাননীয় প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য মহাশয়।

No comments