মেদিনীপুর সমন্বয় সংস্থা বেলদা ইউনিটের উদ্যোগে বসে আঁকা ও প্রবন্ধ প্রতিযোগিতা
জ্যোৎস্না মাহাতো, মেদিনীপুর : পরিবেশ সপ্তাহ উপলক্ষে মেদিনীপুর সমন্বয় সংস্থা বেলদা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সপ্তাহব্যাপী বিদ্যালয় স্তরে বসে আঁকা ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল । বেলদা গঙ্গাধর একাডেমী প্রাঙ্গনে বিদ্যালয় স্তরের প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নিয়ে রবিবার ফাইন্যাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
সফল প্রতিযোগীদের শংসাপত্র সহ নারকেল , আম ও লেবু চারা দেওয়া হয় । এছাড়া সমস্ত প্রতিযোগীদের অন্যান্য গাছের ৪২০ টি চারা তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক প্রদীপ পতি , বিশিষ্ট শিক্ষক ও লেখক জন্মেঞ্জয় সাহু , সম্পাদক পুলক পাত্র ,পরিবেশ উপসমিতির আহ্বায়ক হরিপদ পাত্র , সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক অঞ্জন চন্দ , কার্যকরী কমিটির সদস্য , আজীবন সদস্য , অভিবাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments