Latest Breaking

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে বিদ্যাসাগর প্রয়াণ দিবস উদযাপন

 

জ্যোৎস্না মাহাতো, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে  প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩৩ তম মহাপ্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে উদযাপন করা হল ।  সেইসঙ্গে  মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট নিজ উদ্যোগে অত্যন্ত সাফল্যের সাথে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সুসম্পন্ন করা হয়। দুটি অনুষ্ঠানই  আয়োজিত হয় মেদিনীপুর শহরের ভীমচকে অবস্থিত চিড়িমারসাই শ্রী শ্রী রাধামাধবজী হাইস্কুলে।

প্রথমে প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন ইউনিট সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা ইউনিট সদস্যা রুমা জানা ঘোড়ই। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংস্থার ইউনিট সভাপতি, কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সহ সম্পাদকত্রয়, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাগণ, উপস্থিত ইউনিটের সদস্য, সদস্যাগণ।

      সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি বিভাগে পাঁচটি করে মোট পনেরটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী (ছাত্র ছাত্রী) অংশ গ্ৰহণ করেন।



No comments