Latest Breaking

খড়গপুরে বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ

 

ঋভুব্রত সেনগুপ্ত : মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে এবং খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাওয়া পল্লী উন্নয়ন যুব সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে  ৩০ জুলাই রবিবার অনুষ্ঠিত হল বিনামূল্যে চিকিৎসা শিবির ও ঔষধ বিতরণ । এই অনুষ্ঠানে প্রবল বৃষ্টির মধ্যেও প্রায় দেড় শতাধিক মানুষ চিকিৎসা পরিসেবা পাওয়ার জন্য সমাগত হন। ডাঃ রবীন্দ্রনাথ প্রধান ও ডাঃ চিন্থয় ঘোষ প্রায় চার ঘণ্টা ধরে চিকিৎসা পরিসেবা প্রদান করেন। এই অনুষ্ঠানে মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষে  উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য তথা আঞ্চলিক ইউনিটের প্রথম সম্পাদক সদানন্দ সরকার ও অপর সদস্য বিশ্বজিৎ সাহু। মাওয়া পল্লী উন্নয়ন যুব সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক কণক কান্তি ঘোষ, সভাপতি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ।



No comments