Latest Breaking

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে , আলকাপের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি

ঋভুব্রত সেনগুপ্ত :   মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে আলকাপের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল, আলকাপ মাঠ খড়্গপুরে।অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম নাট্যশালা আলকাপের ৫০ তম বর্ষব্যাপী উপলক্ষ্যে বৃক্ষরোপণ  অনুষ্ঠানের সূচনা করেন, মেদিনীপুর সমন্বয় সংস্থার খড়্গপুর আঞ্চলিক ইউনিটের সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী, অল ইন্ডিয়া মনীষী ফাউন্ডেশন এর জাতীয় কনভেনর শ্প্রানাশীষ মাল। উপস্থিত ছিলেন  আলকাপ নাট্যদল এর সম্পাদক রাজু হালদার, অভিনেতা তীর্থঙ্কর চক্রবর্তী ,অমিয় ভট্টাচার্য, বোমকেশ নন্দ, অভিষেক দাস, সমন্বয় সংস্থার পক্ষে  কার্যকরী সভাপতি মৃণালকান্তি মাইতি,, সহ সভাপতি,, অভিজিৎ সাইন,, সমীর ভট্টাচার্য্য,, অর্গানাইজেশন সম্পাদক,, রিপোর্টার, বিভু কানুনগো,, সহ সম্পাদক,,মানিক সাহু, জয়দীপ ব্যানার্জী,, কোষাধক্ষ্য অমিত মণ্ডল,,উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্মল সরকার,, সদস্যা  শ্রীমতী আভা মান্না, ও বিশিষ্ট সদস্যগণ।



প্রানাশীষ বাবু বলেন আজকের এই বিশেষ দিনে সংস্থার নানান সামাজিক কাজের সাথে বৃক্ষ রোপণের দ্বারা পৃথিবী কে সবুজ করে মানুষের সাথে  সমস্ত প্রাণীর জীবন বাঁচাতে হবে,,  ছাত্র, যুব সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে আরও সামাজিক কাজের মাধ্যমে, এগিয়ে যেতে হবে,,,আলকাপ এর রাজুবাবু, বলেন নাটক চর্চার নানান দিক  ও গাছের গুরুত্ব নিয়ে এই মহতী উদ্যোগ কে মানুষের  কাছে পৌঁছে দিতে হবে , এছাড়া সকল বিশিষ্ট জন গাছ লাগাও,, প্রাণ বাঁচাও, নিয়ে বিশেষ আলোচনা করেন,, সাথে অংশগ্রহন করেন এলাকার পরিবেশ প্রেমী মানুষজন।

No comments