Latest Breaking

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন

 


ঋভুব্রত সেনগুপ্ত :  আজ ১১ আগস্ট মেদিনীপুরের অগ্নিশিশু অমর শহিদ ক্ষুদিরাম বসুর ১১৬তম আত্মবলিদান দিবস। অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে  যথোচিত মর্যাদা সহকারে এবং ভাবগম্ভীর পরিবেশে এই দিনটি উদযাপন করা হয় ।

সকাল ৭ টায় মেদিনীপুর শহরের হবিবপুরস্থিত ক্ষুদিরামের আবক্ষ মূর্তির পাদদেশে সকলে উপস্থিত হয়ে মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয়।

     আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেদিনীপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মন্টুরাম জানা , কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু , ইউনিট সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া , সহ-সম্পাদক অমিতাভ দাস , সোনালী  ঘাঁটা, বিশ্বজিৎ সাউ  ,  ইন্দ্রজিৎ সিনহা প্রমুখ  সদস্য-সদস্যাগণ।

এছাড়াও মেদিনীপুর ভবন , সল্টলেক , কাঁথি , খেজুরী, হলদিয়া, তমলুক , বেলদা , খড়্গপুর , ঘাটাল , ঝাড়গ্রাম সহ বিভিন্ন ইউনিট কমিটিতেও ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হয় ।



No comments