Latest Breaking

মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবসে নক্ষত্র সমাবেশ, গুনিজন সংবর্ধনা

 


ঋভুব্রত সেনগুপ্ত, কলকাতা : মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 20 আগস্ট রবিবার নক্ষত্র সমাবেশ হল কলকাতার শ্যামবাজারে মেদিনীপুর ভবনের দেশপ্রাণ সভাগৃহে এবং মেদিনীপুর শহরের কে ডি কলেজ সভাগৃহে।

১৩ তম প্রতিষ্ঠা দিবসে দেশপ্রাণ সভাগৃহে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র হাইকোর্টের প্রাক্তন বিচারপতি  অজিত কুমার নায়ক , প্রাক্তন মন্ত্রী  প্রবোধ চন্দ্র সিনহা, প্রাক্তন ডি.জি অমিয় কুমার সামন্ত , সংসার  সভাপতি অরূপ রতন পট্টনায়ক, সম্পাদক রতিকান্ত মালাকার,  প্রতিষ্ঠাতা সম্পাদক  অধ্যাপক প্রনবেশ জানা এবং উত্তর ও দক্ষিন কলকাতা ইউনিট, হাওড়া ইউনিট, সাঁতরাগাছি ইউনিট ও সল্টলেক ইউনিটের  কর্মকর্তা সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

 সংস্থার পতাকা উত্তোলনের পরে  পুষ্প স্তবক, উত্তোরীয় ও ব্যাজ  পরিয়ে অতিথিগনকে বরন করেন সংস্থার সদস্য শ্রী বিনোদ  জানা শ্রী রাধাশ্যাম দাস,শ্রী অসিত সরকার ও শ্রী চঞ্চল সাউ মহাশয়।

 সংস্থার সদস্য শ্রী অরবিন্দ সিংহ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।  সংস্থার প্রতিষ্ঠাতা  সম্পাদক প্রতিষ্ঠা দিবসের কেক কেটে সভার কাজ শুরু করেন।

মেদিনীপুরের দুজন কৃতী সন্তান "সাহিত্য একাডেমি" পুরস্কার প্রদান ও সংবর্ধনা জানানো হয়।  মানপত্র পাঠ করেন সংস্থার সহ সম্পাদক শ্রী নয়ন কুমার মাইতি ও শ্রী রাধাশ্যাম দাস। প্রথমজন -  পূর্বমেদিনীপুরের শ্রী শ্যামল কান্তি দাশ এবং দ্বিতীয় জন হলেন পশ্চিম মেদিনীপুরের বাপী টুডু।   

 এ-বছর(২০২৩) অখন্ড মেদিনীপুরের এই দুই সাহিত্যিক সাহিত্য একাডেমী থেকে পুরস্কৃত হয়েছেন। পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র স্বনামধন্য কবি ও শিশু-সাহিত্যিক শ্যামলকান্তি দাশ  তাঁর শিশু-কিশোর উপন্যাস   'এরোপ্লেনের খাতা' -র জন্য পুরস্কৃত হয়েছেন। পশ্চিম মেদিনীপুর এর ভূমিপুত্র তরুণ সাঁওতালি সাহিত্যিক  বাপী টুডু তাঁর সাঁওতালি গল্প সংগ্রহ 'দুসি'-র জন্য পুরস্কৃত হয়েছেন।

সংবর্ধনা পেয়ে প্রবীণ সাহিত্যিক শ্যামলকান্তি দাশ বলেন, "এমন একটি মহতী অনুষ্ঠানে  শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে আসতে পারব কল্পনাও করতে পারিনি। না আসতে পারলে সারাজীবন আক্ষেপ থেকে যেত।" এর জন্য কৃতজ্ঞতা জানান তাঁর প্রায় চার দশকের বন্ধু সংস্থার সভাপতি অরূপরতন পট্টনায়ক মহাশয়কে। শ্যামলবাবু জানান আমার 'এরোপ্লেনের খাতা' উপন্যাসটির পটভূমি মূলত মেদিনীপুর জেলার মাটি, মানুষ সেখানকার জলবায়ুকে কেন্দ্র করে।

মূলত পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা হয়েও আমার শিকড় পোঁতা আছে মেদিনীপুরের প্রত্যন্ত আমার গ্রামে। এখনও আমি কলকাতায় বসে সেই গ্রামের গন্ধ পাই। সেই গ্রামের মাটি এখনও আমার শরীরে লেগে আছে। "

সংবর্ধনা পেয়ে  আপ্লুত ও অভিভূত হয়ে পড়েন তরুণ সাহিত্যিক বাপি টুডু। বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। কৃতজ্ঞতা জানান মঞ্চে উপবিষ্ট বিদ্বজ্জনদের। আগামী দিনে দীর্ঘ পথ অতিক্রম করতে বিশিষ্ট গুণীজনের আশীর্বাদ প্রার্থনা করেন। সংস্থার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্যের আশ্বাস দেওয়া হয়। 

বিচারপতি মাননীয় অজিতকুমার নায়কের বক্তব্যে অনুষ্ঠানটির এক অন্য মাত্রা পায়। তাঁর মূল্যবান পরামর্শ সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 

      বিচারপতি নায়ক , অধ্যাপক সিনহা, প্রাক্তন ডিজি  শ্রী সামন্ত এবং অধ্যাপক প্রনবেশ বাবু  দুই সাহিত্যককে সংবর্ধনা দেন । বক্তারা সংস্থার সৃষ্টির আদি কাহিনী ব্যখ্যা করেন।

মেদিনীপুর সম্মেলনী ও মেদিনীপুর জেলা সম্মেলনী সংগঠনের উদ্যোক্তা ও তাদের মেদিনীপুর নিয়ে চিন্তা ভাবনা বিস্তারিত ব্যখ্যা করেন। 

সকলের উপস্থিতিতে পতাকা উত্তোলন হয়, তরপরে সংস্থার সাধারন সম্পাদক রতিকান্ত মালাকার  ও সহ- সভাপতি শুভেন্দু রায় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন। সভার সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অরুপ রতন পট্টনায়ক।

কলকাতার পাশাপাশি মেদিনীপুরের মাটিতে  সমন্বয় সংস্থার ত্রয়োদশ প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদযাপন করল মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিট। অনুষ্ঠানটি মেদিনীপুর শহরের কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর সভাকক্ষে আয়োজিত হয়।

        প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সংস্থার ত্রিবর্ণ রঞ্জিত ( অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর তৈরি জাতীয় পতাকার অনুরূপ) পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সম্মানীয় সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা এবং ইউনিটের প্রবীনতম সদস্য পরম শ্রদ্ধেয় ডাঃ হৃষীকেশ দে মহাশয়।

   তারপরে সম্মানীয় অতিথিদের মঞ্চে আহ্বান ও তাঁদের বরণের পর অতিথিবৃন্দ ও ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য-সদস্যাদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

     উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে জনৈক ইউনিট সদস্যের কন্যা দীপশ্রী দে। স্বাগত বক্তব্য রাখেন ইউনিট সম্পাদক সম্মানীয় মৃত্যুঞ্জয় খাটুয়া । তিনি তাঁর বক্তব্যে মেদিনীপুর সমন্বয় সংস্থার বিভিন্ন পরিসেবার কথা তুলে ধরেন। মেদিনীপুর সমন্বয় সংস্থা গঠনের ইতিহাস তুলে ধরেন ইউনিট সভাপতি।

    আজকের এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে গুণীজন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে সংবর্ধনা প্রদান করা হয় ৮৭ বছরের (তরুণ) ক্রীড়াবিদ তথা পশ্চিম মেদিনীপুর জেলার প্রখ্যাত  হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ হৃষীকেশ দে কে। যিনি ২০২৩ সালে মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ্ ইন্ডিয়া আয়োজিত ন্যাশনাল মিট (যা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া -সাই তে অনুষ্ঠিত হয়) এর শর্টপাট ও ডিসকাস থ্রো প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন। এরপর সংবর্ধনা প্রদান করা হয় কৃত্তিবাস পুরস্কার প্রাপ্ত এবং এবছরের পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত তরুণ কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক  মেদিনীপুর শহরের অধিবাসী শ্রী নির্মাল্য মুখোপাধ্যায় কে।

    এছাড়া মেদিনীপুর জেলার শালবনী থানার প্রত্যন্ত গ্ৰামের অত্যন্ত দরিদ্র গৃহবধূ যিনি ফুটবলের জাতীয় রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন সেই  শ্রীমতী সন্ধ্যা রাণা মহাশয়ার কোলকাতা ফুটবল লীগের ফুটবল খেলা পরিচালনা থাকায় তিনি সশরীরে উপস্থিত থেকে সংবর্ধনা গ্ৰহণ করতে পারেননি ।

 মেদিনীপুর শহরের ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে,আই সি এস ই পরীক্ষায় এক থেকে দশম স্থান অধিকারী এমন আট জন কৃতি ছাত্র-ছাত্রীদের এবং ইউনিটের সদস্য-সদস্যার বাড়ীর ছেলেমেয়েরা যারা এবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক,জয়েন্ট এন্ট্রান্স, নীট প্রভৃতি পরীক্ষায় কৃতকার্য এমন কয়েক জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।  চন্দনের ফোঁটা,ব্যাজ পরিয়ে, উত্তরীয়, সংস্থার বই "বাংলার স্মরণীয় বরণীয়", সমন্বয় বার্তা, আরও একটি বই, স্মারক ও মিস্টি প্যাকেট দিয়ে সংবর্ধনা প্রাপকদের  সম্মান জানানো হয়।

গত ২৯ জুলাই আয়োজিত ইউনিটের সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪০জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

      সংবর্ধনা প্রদান করেন ও পুরস্কার গুলি তুলেদেন ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য-সদস্যা অধ্যাপক মন্টুরাম জানা, ডাঃ বিমল কুমার গুড়িয়া, প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহা, চিত্তরঞ্জন গরাই, অনাদি কুমার জানা, কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু,  ইউনিটের চার সহ-সম্পাদক অমিতাভ দাস, অধ্যাপক ডঃ সুশান্ত দে, দেবীপ্রসাদ নন্দী, সুদীপ কুমার খাঁড়া, সহ-কোষাধ্যক্ষ তারাপদ বারিক, বর্ষীয়ান চিত্তরঞ্জন মুখার্জি, প্রতিষ্ঠাতা সম্পাদক সদানন্দ সরকার, অমরেশ কর,সবিতা মান্না,ডাঃ অসীম কুমার মাইতি, বিশ্বজিৎ সাহু, দেবজিত জানা সহ ইউনিটের অপরাপর কার্যনির্বাহী সমিতির সদস্য-সদস্যাগণ এবং উপস্থিত ইউনিটের সদস্য-সদস্যাগণ। সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মাঝে মাঝে বিজয়ী পুরস্কার প্রাপকেরা সঙ্গীত পরিবেশন করে।

  অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের কার্যকরী সভাপতি ডঃ মিলন কুমার সরকার। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস।

No comments