Latest Breaking

মেদিনীপুর সমন্বয় সংস্থার নতুন সভাপতি হলেন সাহিত্যিক ও গবেষক মন্মথ নাথ দাস

 


কলকাতা : মেদিনীপুর সমন্বয় সংস্থার নতুন সভাপতি হলেন সাহিত্যিক ও গভেষক মন্মথ নাথ দাস। মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দ্বাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল গত ৮ অক্টোবর '২৩ কলকাতার বীরেন্দ্র মঞ্চে ,সভা থেকে ৬১ জনের  সেন্ট্রাল কমিটি সদস্য নির্বাচিত হয়েছিলেন । আজ ১৪ অক্টোবর '২৩ তারিখ নির্বাচিত ৬১ জন সদস্যদের নিয়ে  মেদিনীপুর ভবনে ২১ জনের কার্যকরী কমিটি নির্বাচন হলো ।

পদাধিকারীরা হলেন 

সভাপতি - গবেষক ও সাহিত্যিক মন্মথ নাথ দাস।

কার্যকরী সভাপতি- অধ্যাপক ডঃ গৌর গোপাল মাইতি।

 সহ-সভাপতি

 ১.অ্যাডভোকেট জয়ন্ত দাস।

২.অধ্যাপক ডঃ গোবিন্দ মাইতি।

 ৩.অধ্যক্ষা শিখা মাইতি।

৪. শ্রী শুভেন্দু রায়।

৫.অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা।

৬.অধ্যাপক ডঃ তপন কুমার পট্টনায়ক।

৭.ডঃ কালীপদ প্রধান।



সাধারণ সম্পাদক: শ্রী রতিকান্ত মালাকার।

যুগ্ম সম্পাদক 

১.শ্রী রাজকুমার মাইতি।

২. শ্রী অমিত কুমার সাহু।

৩. শ্রী রাধাশ্যাম দাস।

৪. শ্রী সুরপতি প্রধান।

৫.অধ্যাপক শ্যামাপদ জানা।

৬.শ্রী চঞ্চল সাহু।

৭.শ্রী সুমন নারায়ণ বাকরা।

৮. ডাঃ অরূপ কুমার দাস।


কোষাধ্যক্ষ: শ্রী অশোক কুমার মল্লিক।

সহ-কোষাধ্যক্ষ:۔শ্রী অমিয় কুমার মাইতি।

আইনি পরামর্শদাতা: অ্যাডভোকেট কার্তিক চন্দ্র রায়।

নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে সবার সঙ্গে সৌজন্য বিনিময় হয় ।

No comments