মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দিল মেদিনীপুর সমন্বয় সংস্থা
ঋভুব্রত সেনগুপ্ত, কলকাতা : প্রতিষ্ঠা দিবসে মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশিপ প্রদান করলো মেদিনীপুর সমন্বয় সংস্থা।
২০ আগস্ট ছিল মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা দিবস। ২০১১ সালের ২০ আগস্ট মহাবোধি সোসাইটি হলে মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে প্রতিবছর ২০ আগস্ট সংস্থার প্রতিষ্ঠা দিবস গুরুত্ব সহকারে পালন করা হয়।
প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে মেদিনীপুর সমন্বয় সংস্থার স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চার জন ছাত্রী কে এমএসএস বীরাঙ্গনা মাতঙ্গিনী মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়। চার জন ছাত্র কে এমএসএস শহীদ ক্ষুদিরাম মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হয়। ড. বি সি মাল এডুকেশনাল এক্সেলেন্স স্কলারশিপ-এর জন্য মনোনীত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রটি দুর্যোগের কারণে উপস্থিত হতে পারেননি।
মঙ্গলবার প্রবল বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করেও মেদিনীপুর ভবনের দেশপ্রাণ সভাকক্ষে প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সংস্থার কার্যকরী সভাপতি অধ্যাপক ড. গৌরগোপাল মাইতি ও কর্মকর্তাগণের উপস্থিতিতে সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার সংস্থার পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরী সভাপতি মাননীয় অধ্যাপক গৌর গোপাল মাইতি । অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক প্রণবেশ জানা, অধ্যাপক প্রফুল্ল মাইতি, বিমল কুমার জানা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার ।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বেলদা থেকে আগত মাতঙ্গিনী স্কলারশিপ প্রাপক জয়শ্রী হাজরা।
গত এক বছরের মধ্যে মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রয়াত সদস্য/সদস্যা দের আত্মার চিরশান্তি কামনায় ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত প্রত্যেকের নিজ নিজ পরিচয় দিয়ে পরিচয় পর্ব সম্পন্ন করেন।
সাধারণ সম্পাদক, অতিথিবৃন্দ, যুগ্ম সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা এবং সুমন নারায়ণ বাকরা মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিধাননগর কর্পোরেশন আঞ্চলিক ইউনিটের সম্মাননীয় সদস্য তথা ভ্রমণ কমিটির আহ্বায়ক মানস রায় মহাশয় স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করেন যে বিধাননগরের থাকদাঁড়িতে মেদিনীপুর সমন্বয় সংস্থার যে জমি রয়েছে সেই জমির চারপাশে বেড়া দিয়ে ঘেরার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন।


No comments