ডাক্তারদের অনশন নিয়ে নেগেটিভ মন্থব্য কি বাঞ্চনীয়?
বিশেষ প্রতিবেদন, কলকাতা : R. G kar কাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে চিকিৎসকরা অনশন চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের এই অনশন সমর্থন করতে পারি বা না পারি , নেগেটিভ মন্থব্য থেকে বিরত থাকা বাঞ্চনীয়, বলে মনে করছে নাগরিক সমাজ।
অভয়ার বিচারের দাবিতে যুক্ত এক আন্দোলনকারী বলেন, "ডাক্তারদের দাবি বা অনশন ঠিক না বেঠিক এটা নিয়ে অনেকেই বিতর্ক করছেন! কিন্তু এটা ঠিক কিছু ডাক্তার অনশন করছেন। তাতে সমাজের লাভ হোক বা না হোক, যারা অনশন করছেন তাঁদের শরীরের ক্ষতি হচ্ছে। "
তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, "আমরা সারা জীবন , মুখে অনেক প্রতিবাদ করেছি, অপছন্দের দলকে হারিয়ে পছন্দের দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি। কিন্তু কোনো অন্যায়ের প্রতিবাদে এক সপ্তাহ দূরের কথা একদিন কি কখনো অনশন করেছি!! যেটা আমরা পারিনি সেটা যদি অন্য কেউ করে তাকে কটাক্ষ না করে সম্মান করা আমাদের কর্তব্য।"
রাজনৈতিক বাধ্যবাধকতাতে যদি ডাক্তারদের অনশন সমর্থন করতে না পারি , তবে চুপচাপ থাকবো , নেগেটিভ মান্থব্য থেকে বিরত থাকা বাঞ্চনীয়!
আন্দোলনকারী এক সমাজসেবী বলেন, " আমরা হয়তো কল্পনাতেও ভাবতে পারছিনা অনশন নিয়ে নেগেটিভ মান্থব্য আমাদের পরিবার, আমাদের কাছের মানুষ ভালোভাবে নিচ্ছেন না। নেগেটিভ মন্থব্য করে আমাদের কোনো লাভ হবেনা, কিন্তু এই নেগেটিভ মান্থব্য আমার প্রিয়জনের কাছে আমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে দেবে। তাঁরা মুখে কিছু বলুক বা না বলুক আমাদের বাকি জীবন তাঁদের কাছে নিম্ন মানিসিকতার মানুষ হিসাবে আমরা গণ্য হবো !"
চিকিৎসকদের অনশন সমর্থন করতে পারি বা না পারি , নেগেটিভ মন্থব্য থেকে বিরত থাকা বাঞ্চনীয়!

No comments