মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে আজ চাঁদের হাট ! ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবর্ষের সূচনা উৎসব
বিশেষ প্রতিবেদন, বঙ্গপ্রদেশ: মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বর্ষব্যাপী পালিত হবে ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবর্ষ । আজ 7 সেপ্টেম্বর মেদিনীপুর শহরে বড় মাপের একটি অনুষ্ঠানের মাধ্যমে জন্মবর্ষ পালনের সূচনা হবে।
মেদিনীপুর সমন্বয় সংস্থা অখন্ড মেদিনীপুরবাসীর একটি সম্মিলিত প্রয়াস। যার উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে অতীত 'ঐতিহ্যের স্বর্ণভেলায়" চেপে বর্তমান প্রজন্মকে উন্নয়নের পথ চিনতে সহায়তা করা। কলকাতার শ্যামবাজার এলাকায় শ্যামপুকুরে সংস্থার চারতলা অফিস ও অতিথি নিবাস- 'মেদিনীপুর ভবন'- সকল মেদিনীপুর বাসীর ঐক্যের প্রতীক।
সংস্থার উদ্দেশ্যে রূপায়ণের অন্যতম কর্মকাণ্ড হল জেলার অপরিচিত ঐতিহ্য গুলিকে চিহ্নিত করে তা সর্বসমক্ষে তুলে ধরার প্রয়াস গ্রহণ করা। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্ম বর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে মেদিনীপুরের এই সংস্থা।
সংগঠনের সভাপতি মন্মথনাথ দাস জানিয়েছেন, "রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবর্ষে 'মেদিনীপুর সমন্বয় বংস্থা' মূলতঃ মেদিনীপুর এবং অন্যান্য জেলায় ও দেশের বিভিন্ন স্থানে জন্ম জয়ন্তী উদযাপন পরিকল্পনা করেছে। এই উদ্যোগে সামিল করার চেষ্টা হবে প্রধানতঃ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের।"
তিনি আরও জানান ""কলকাতায় তাঁর মূর্তি স্থাপন, রাস্তার নামকরণ, নামাঙ্কিত মুদ্রা প্রচলন, ডাক টিকিট প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে আবেদন জানানো হবে।"ঋষি রাজনারায়ণ বসুর জীবনী সম্বলিত একটি পস্তিকা প্রকাশ এবং ঋষি রাজনারায়ণ ও জাতীয়তাবাদ নিয়ে বিভিন্ন লেখকের রচনা সমৃদ্ধ একটি স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঋষি রাজনারায়ণ বসু দ্বিশত জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির মুখ্য উপদেষ্টা হয়েছেন ড۔ গোপালচন্দ্র মিশ্র (প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়), উপদেষ্টামণ্ডলী তে আছেন ড۔ বি সি মাল (প্রাক্তন উপাচার্য, স্বামী বিবেকানন্দ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় , ছত্রিশগড় ও JIS বিশ্ববিদ্যালয় , কলকাতা) * অধ্যাপক প্রবোধচন্দ্র সিংহ ( বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন মন্ত্রী , প:ব: )* শ্রী রঞ্জিত কুমার বাগ (প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্ট )* ড۔ লক্ষ্মন চন্দ্র শেঠ,ডি.লিট. (সমাজসেবী ও চেয়ারম্যান , আই কেয়ার)* ড۔ মধুপ কুমার দে (প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক ও বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক)* শ্রী মুকুল রঞ্জন রায় (প্রাক্তন অধ্যক্ষ , মেদিনীপুর কলেজ)* ড۔ হরিপদ মাইতি (প্রাক্তন অধ্যক্ষ , মুগবেড়িয়া গঙ্গাধর কলেজ))* অধ্যাপক মন্টুরাম জানা (প্রাক্তন অধ্যাপক , রসায়নশাস্ত্র বিভাগ , মেদিনীপুর কলেজ )* ড۔ বিনয় কুমার চন্দ (প্রাক্তন, মহাবিদ্যালয় পরিদর্শক , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়)* ড۔ নারায়ণ চন্দ্র মাইতি (প্রাক্তন অধ্যক্ষ , মহিষাদল গার্লস কলেজ )* ড۔ গোপাল চন্দ্র বেরা (প্রাক্তন অধ্যক্ষ , মেদিনীপুর কলেজ ) * ড۔ দুলাল চন্দ্র দাস (অধ্যক্ষ, কে ডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজ) * অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ (দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ , মেদিনীপুর কলেজ ) * শ্রী বিমল কুমার জানা (সমাজসেবী ও প্রাক্তন কার্যকরী সভাপতি মেদিনীপুর সমন্বয় সংস্থা ) * শ্রী অরূপ রতন পট্টনয়েক (প্রাক্তন সভাপতি মেদিনীপুর সমন্বয় সংস্থা ) * ড۔ রামচন্দ্র মণ্ডল (কৃষি বিজ্ঞানী ) *ডা۔ দিবাকর সামন্ত ( স্বনামধন্য মেডিসিনের সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক ও চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ মেদিনীপুর) * ডা۔ গোলক বিহারী মাজী ( বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ও সম্পাদক , ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটি পশ্চিম মেদিনীপুর ) * শ্রীমতী অঞ্জলি সিনহা (প্রাক্তন বিচারক , জেলা ও দায়রা আদালত ) * অধ্যাপক প্রফুল্ল কুমার মাইতি (প্রাক্তন অধ্যাপক, বিরাটি মৃণালিনী দত্ত কলেজ) * অধ্যাপক হরিপদ মাইতি (প্রাক্তন , অধ্যাপক মহিষাদল কলেজ ও সম্পাদক মেদিনীপুর ইতিহাস চর্চা কমিটি ) * অধ্যাপক নির্মল মাইতি (অধ্যাপক , গভর্মেন্ট কলেজ ) * অধ্যাপক জগবন্ধু অধিকারী ( বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন অধ্যাপক , মেদিনীপুর কলেজ ) * শ্রী আশিস হাজরা ( প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন) * শ্রী বিমল চন্দ্র রায় ( প্রাক্তন শিক্ষক, কবি ও সমাজসেবী)* শ্রী শান্তিপদ দাস ( প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক ও সমাজসেবী ) * ডা۔ শতদল দাস (বিশিষ্ট প্যাথলজিস্ট ও প্রাক্তন সরকারি চিকিৎসক ও প্রশিক্ষক স্বাস্থ্য দপ্তর ) * ড۔ কালীপদ প্রধান (প্রাক্তন প্রধান শিক্ষক) * ডা۔ বিমল কুমার গুড়িয়া ( অবসরপ্রাপ্ত সিনিয়র হোমিওপ্যাথি চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবী )* শ্রী দিলীপ কুমার বেরা (প্রাক্তন প্রধান শিক্ষক)* শ্রীমতী হিমানী পড়িয়া (প্রধান শিক্ষিকা , মেদিনীপুর কলেজিয়েট স্কুল)* ড۔ সুজাতা গোস্বামী (প্রধান শিক্ষিকা , অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বসু বালিকা বিদ্যালয় , মেদিনীপুর ) * শ্রীমতী চিন্ময়ী শর্মা ( লাইব্রেরিয়ান ,ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার )
কার্যকরী কমিটিতে আছেন মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি : শ্রী মন্মথ নাথ দাস । কার্যকরী সভাপতি. অধ্যাপক প্রণবেশ জানা , সহ সভাপতি : অধ্যাপক ড۔ গৌরগোপাল মাইতি , অধ্যাপক ড۔ তপন পট্টনায়েক শ্রীমতী শিখা মাইতি, শ্রী অমিয় কুমার মাইতি , শ্রী নন্দদুলাল ভট্টাচার্য্য শ্রী মানিক চন্দ্র ঘাঁটা, শ্রী হৃষীকেশ দাস।
সম্পাদকমণ্ডলীতে অধ্যাপক হৃষীকেশ পড়্যা( *সাধারণ সম্পাদক* ) শ্রী রতিকান্ত মালাকার, ড۔ সুজন কুমার বালা, অধ্যাপক শ্যামাপদ জানা শ্রী মৃত্যুঞ্জয় খাটুয়া । সহ সম্পাদক ১۔ শ্রী রাজকুমার মাইতি ২۔ শ্রী অমিত কুমার সাহু ৩۔ শ্রী সংলাপ মাইতি ৪۔ শ্রী রাধাশ্যাম দাস ৫۔ শ্রী চঞ্চল সাহু ৬۔ শ্রী সুব্রত মাঝি ৭۔ শ্রী বরুণ কুমার জানা , কোষাধ্যক্ষ: শ্রী সলিলাক্ষ রায়, সহ কোষাধ্যক্ষ : শ্রী গৌতম জানা , অফিস সম্পাদক :শ্রী মানস রায় , শ্রী তারাপদ বারিক , ডা۔ অরূপ কুমার দাস
*সদস্য*
১۔ শ্রী সুমন নারায়ণ বাকরা , ২۔ শ্রী সুরপতি প্রধান , ৩۔ অ্যাডভোকেট অনিমেষ ভট্টাচার্য্য , ৪۔ ড۔ মিলন সরকার, ৫۔ শ্রী অমিতাভ দাস , ৬۔ শ্রী অতনু মিত্র ,৭۔ শ্রী সুদীপ কুমার খাঁড়া , ৮۔ অধ্যাপক ড۔ সুশান্ত দে , ৯۔ শ্রী সুমিত জানা , ১০۔ শ্রী শুভঙ্কর বেরা , ১১۔ শ্রী দেবীপ্রসাদ নন্দী , ১২۔ ড۔ প্রসূন কুমার পড়িয়া ,১৩۔ শ্রী আশিস কুমার মন্ডল , ১৪۔ শ্রী সোমনাথ দাস, ১৫۔ শ্রী অনাথবন্ধু নায়ক ,১৬۔ শ্রী সদানন্দ সরকার , ১৭۔ শ্রী আলোক রঞ্জন দাস ,১৮۔ শ্রী অশোক কুমার আচার্য, ১৯۔ শ্রী পুলক পাত্র, ২০۔ শ্রী হরিপদ পাত্র , ২১۔ ড۔ হরগোবিন্দ দোলই , ২২۔ শ্রী সমরেন্দ্র নাথ ঘোষ , ২৩۔ শ্রী প্রানাশীষ মাল , ২৪۔ শ্রী অঞ্জন পানিগ্রাহী , ২৫۔ শ্রী বিশ্বজিৎ বেরা , ২৬۔ ডা۔ শুভ্র ঘোড়াই , ২৭۔ শ্রী সৈকত পাল, ২৮۔ শ্রী অনুপ কুমার দে , ২৯۔ অধ্যাপক লক্ষীন্দর পালোই , ৩০۔ অধ্যাপক গোবিন্দ প্রাসাদ কর , ৩১۔ অ্যাডভোকেট মনোরঞ্জন গায়েন, ৩২۔ শ্রীঅরিন্দম ভৌমিক , ৩৩. শ্রী সুদর্শন সেন ,৩৪۔ শ্রী জয়দীপ ব্যানার্জী ,৩৫۔ শ্রী গৌরচাঁদ পাত্র , ৩৬۔ শ্রী দিলীপ বেরা, ৩৭۔ শ্রী অমিয় কোলে। *স্মরণিকা সম্পাদনা উপসমিতি :* *শ্রী স্বপন দাস অধিকারী (আহ্বায়ক) *শ্রী শিশির কুমার বাগ *শ্রীমতী অলকা জানা *শ্রী অতনু মিত্র
7 সেপ্টেম্বর রবিবার মেদিনীপুর শহরে উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট দের প্রায় সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা। .


No comments