Latest Breaking

ঋষি রাজনারায়ণ বসু দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিচ্ছে শতাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রী

ঋভুব্রত সেনগুপ্ত :  মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে বর্ষব্যাপী ঋষি রাজনারায়ণ বসু দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে উদ্বোধন হচ্ছে রবিবার 7 সেপ্টেম্বর  মেদিনীপুর শহরে । যোগ দিচ্ছে শতাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রী

 ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে অভিহিত ঋষি রাজনারায়ণ বসু বর্তমানে এক বিস্মৃতপ্রায় নাম। তাঁর জন্ম দঃ চব্বিশ পরগনার বোড়াল-এ হলেও মেদিনীপুর জিলা হাইস্কুল এর প্রধান শিক্ষক (১৮৫১- ১৮৬৬) থাকাকালীন সময়ে তিনি যে সকল কর্মযজ্ঞের সূত্রপাত করেন পরবর্তীকালে সেই ক্ষীণধারা নানাভাবে পরিপুষ্ট হয়ে স্বদেশী মেলা তথা হিন্দু মেলা- ভারত সভা- জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেরণা জুগিয়ে সারা দেশে জাতীয়তাবাদের এক বেগবতী প্রশস্ত ধারায় রূপান্তরিত হয়।

দ্বিশত জন্মবর্ষে তাঁকে স্মরণের আয়োজন তাঁর মনীষা ও বিস্তৃত অবদানকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও ভারতীয় জাতীয়তাবাদের 'আঁতুড়ঘর' ছিল মেদিনীপুর এই ইতিহাস গর্বের সঙ্গে স্মরণ করে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানকে আরো একবার তুলে ধরা।মূলতঃ স্কুল ও কলেজস্তরের ছাত্রছাত্রীদের এই কার্যক্রমে যুক্ত করা বর্ষব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে।

সার্বিক পরিকল্পনাঃ- ০৭ই সেপ্টেম্বর ২০২৫ কেন্দ্রীয় স্তরে মেদিনীপুর শহরে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর ও আগামী বছরের জানুয়ারী থেকে এপ্রিল মাসগুলিতে মেদিনীপুর জেলা ও অন্যান্য স্থানে স্কুলগুলিতে সপ্তম, অষ্টম, নবম শ্রেনীর ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা, ক্যুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

দশম, একাদশ, দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য আন্তঃস্কুল প্রবন্ধ প্রতিযোগিতা হবে। 

জুলাই থেকে আগষ্ট, মাসের মধ্যে আন্ত কলেজ বক্তৃতা প্রতিযোগিতা সংগঠিত হবে কোন একটি কলেজে। জোন ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতা ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার প্রদান সহ আলোচনা সভা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। 6ই সেপ্টেম্বর, ২০২৬ কলকাতায় কেন্দ্রীয় স্তরে উদযাপিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

 মেদিনীপুর সমন্বয় সংস্থার দিল্লি ও মুম্বাই ইউনিট বাদে সংস্থার বাকি ২০টি ইউনিটকে মোট ৮টি জোনে বিভক্ত করে তাদের তদারকিতে  সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হবে। 

জোন-১- মেদিনীপুর টাউন ও ঝাড়গ্রাম আঞ্চলিক ইউনিট

জোন-২- বেলদা ও খড়গপুর আঞ্চলিক ইউনিট

জোন- ৩ চন্দ্রকোনা, চন্দ্রকোনা টাউন ও দাসপুর ঘাটাল আঞ্চলিক ইউনিট

জোন-৪ তমলুক, পাঁশকুড়া ও নন্দীগ্রাম আঞ্চলিক ইউনিট

জোন-৫- সুতাহাটা, মহিষাদল ও হলদিয়া আঞ্চলিক ইউনিট

জোন-৬-কাঁথি-এগরা ও খেজুরী আঞ্চলিক ইউনিট

জোন-৭- সাঁতরাগাছি ও হাওড়া আঞ্চলিক ইউনিট

জোন-৮- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও বিধাননগর আঞ্চলিক ইউনিট

No comments